তারুণ্যের আইকন
——– মো. আব্দুল কাদের
নেতা তারেক রহমান ভাই
জিয়ার যোগ্য পুত্র,
বিএনপির ও কান্ডারী তাই
জানাই দলের সূত্র।
দেশ দরদী, প্রাণপ্রিয়
তারণ্যেরই আইকন,
দেশ রক্ষার কাজে তিনি
রাখতে চান যে পণ।
জনপ্রিয় হয়ে আছেন
সবার মুখে মুখে,
ভোটের মাঠে ধানের শীষে
সীল মারো তার বুকে।
মার্জিত ও রুচিবোধে
তিনি যেন এক —
তার তুলনা হয় যেন
অন্য কেহ দেক।
সিদ্ধান্ত আর চিন্তা ভাবনায়
উন্নত তার মন,
দেশের মানুষ বুঝলে পারে
পেতে পারে ধন।
স্বাক্ষর পাই তার বিদ্যা জ্ঞানে
নয় যে তিনি পিছ,
দল চালাতে দক্ষ নেতাই
লেগে থাকুক পিছ।
গণতন্ত্রের চর্চা ধারায়
তারে আমরা চাই,
বিজয় বেশে দেশে ফিরুক
তারেক জিয়া ভাই ।
মো.আব্দুল কাদের
শিক্ষক ও কবি,সারিয়াকান্দি,বগুড়া
এএস/

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন
সাহিত্য ডেস্ক 


























