ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন Logo মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু Logo ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ চান ৮ দলের নেতারা Logo ভারতের বিপক্ষে জয় দিয়ে বছরটা শেষ করতে চাই: রাকিব Logo সোনারগাঁয়ের পলিথিন বর্জের কারণে জনস্বাস্থ্য পরিবেশ হুমকিতে  Logo মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন Logo ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন Logo নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে মনোনয়ন দাবিতে সমাবেশ: বহিরাগত প্রার্থী বর্জনের হুঁশিয়ারি

মুক্তির ছয়দিন পেরোতে না পেরোতেই বক্স অফিসে ‘কান্তারা ১’ হিট

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত ‘কান্তারা’ দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তিন বছর পর মুক্তি পেল এই ছবির প্রিক্যুয়েল।

তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’।

প্রায় ১২৫ কোটি বাজেটের এই ছবি তিন বছর ধরে বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করে এই ছবি। পাঁচ দিনে সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৪১৫ কোটির ব্যবসা করে ফেলেছে বলে খবর।

অতিমারির ঠিক পরেই, ২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত এই ছবি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শুধু ছবিটি নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা।

যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন দর্শকদের কাছ থেকে।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’, যদিও ‘কান্তার ১’-এর পাশে দাঁড়াতে পারেনি এই ছবি।

শুধু ভারতেই প্রথম তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলে এই ছবি। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই সারা বিশ্বে ৫০০ কোটির ঘরে এই ছবি।

এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী ছবি এত দ্রুত গতিতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘কান্তারা ১’ সেই নজির ভেঙে দিয়েছে।

ইউ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন

মুক্তির ছয়দিন পেরোতে না পেরোতেই বক্স অফিসে ‘কান্তারা ১’ হিট

আপডেট সময় ০৪:০০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত ‘কান্তারা’ দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তিন বছর পর মুক্তি পেল এই ছবির প্রিক্যুয়েল।

তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’।

প্রায় ১২৫ কোটি বাজেটের এই ছবি তিন বছর ধরে বানিয়েছেন ঋষভ। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটির ব্যবসা করে এই ছবি। পাঁচ দিনে সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যেই ৪১৫ কোটির ব্যবসা করে ফেলেছে বলে খবর।

অতিমারির ঠিক পরেই, ২০২২ সালে ঋষভ শেট্টি অভিনীত, প্রযোজিত, পরিচালিত এই ছবি দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শুধু ছবিটি নয়, অভিনেতা ঋষভকে নিয়েও শুরু হয় চর্চা।

যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন দর্শকদের কাছ থেকে।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’, যদিও ‘কান্তার ১’-এর পাশে দাঁড়াতে পারেনি এই ছবি।

শুধু ভারতেই প্রথম তিন দিনে ২০০ কোটি টাকা আয় করে ফেলে এই ছবি। প্রথম সপ্তাহ পেরোনোর আগেই সারা বিশ্বে ৫০০ কোটির ঘরে এই ছবি।

এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী ছবি এত দ্রুত গতিতে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। তবে ‘কান্তারা ১’ সেই নজির ভেঙে দিয়েছে।

ইউ