ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন Logo মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু Logo ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ চান ৮ দলের নেতারা Logo ভারতের বিপক্ষে জয় দিয়ে বছরটা শেষ করতে চাই: রাকিব Logo সোনারগাঁয়ের পলিথিন বর্জের কারণে জনস্বাস্থ্য পরিবেশ হুমকিতে  Logo মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন Logo ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন Logo নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে মনোনয়ন দাবিতে সমাবেশ: বহিরাগত প্রার্থী বর্জনের হুঁশিয়ারি

এবার আসছে ‘সইয়ারা ২’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

পরিচালক মোহিত সুরি পরিচালিত ছবি ‘সইয়ারা’-জ্বরে পুড়েছে কলকাতা সহ গোটা দেশ। সম্পূর্ণ দুই নবাগত অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বক্স অফিসে প্রায় ইতিহাস তৈরি করেছে যশ রাজ ফিল্মস সংস্থা প্রযোজিত এই ছবি।

সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা শোয়ে দর্শক এসেছেন। এবং এই ছবি বার বার দেখেছেন দর্শক। নিঃসন্দেহে ‘সইয়ারা’এই বছরের এখন অবধি বড় ওপেনিং। দর্শকের মনে প্রশ্ন ছিল এরপর কি আসতে পারে ‘সাইয়ারা ২’?

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার বিপরীতে অহন পাণ্ডের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। ছবিটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং অহন ও অনীতকে রাতারাতি বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগতদের তালিকায় স্থান করে দিয়েছে।

প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী তাঁর পরবর্তী পদক্ষেপ কী নেন। পরিচালক মোহিত সুরিও বা এরপর কোন ছবি তৈরি করেন।

তার পরবর্তী ছবি করার প্রসঙ্গে সম্প্রতি মোহিত সুরি বললেন, “আদি স্যার (আদিত্য চোপড়া) যখন ‘সাইয়ারা’র ছবির প্রথম রাফ এডিটটা দেখেছিলেন, ছবিটা তখন ভীষণ লুজ লাগছিল— একেবারে ৩ ঘণ্টা ১৫ মিনিটের ছিল!

এটা মুক্তি পাওয়ার প্রায় দু’তিন মাস আগের ঘটনা। যাই হোক, তখন ওঁকে আমি বললাম, ‘একটু কাটছাঁট করি?’ কিন্তু আদি স্যার তখনও ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন। উনি বলেছিলেন, ‘এই ছবি ওপেনিংয়ে ৪-৫ কোটি পেলেও শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।’ উনি তখনই বুঝে গিয়েছিলেন, ছবিটায় কিছু একটা ম্যাজিক কাজ করেছে।”

পরিচালক আরও বলেন, “এই রকম ভালবাসা শেষ পেয়েছিলাম ‘আশিকি ২’ (২০১৩)-র সময়। এরকম অনুভূতি আগে থেকে পরিকল্পনা করে সাজানো যায় না। ‘হামারি আধুরি কহানি’ (২০১৫)-তে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা জমেনি।”

মোহিত এরপর বড় ঘোষণাও করেন— তিনি যশ রাজ ফিল্মস-এর সঙ্গে আরও এটি নতুন ছবির জন্য আলোচনা করছেন- “সত্যি বলতে কী, আবার একসঙ্গে কাজের পরিকল্পনা করছি।

এখন নতুন একটা দর্শক শ্রেণি আমার কাছে আসছে। ৬০ বছরের বয়স্ক মহিলারা এ ছবি দেখার পর এসে বলেছেন, ‘ বেঁচে থাকো বাবা, দারুণ ছবি বানিয়েছ।’

আগে তো শুধু সেরকম যুবক দর্শককে চিনতাম যারা বুকে চাপড় মেরে বলত- ‘কী ছবি বানিয়েছিস, কী হিট দিয়েছিস!’

সিনিয়রদের কাছ থেকে একটা কথাই শিখেছি- দর্শককে খুশি করার একই ফর্মুলা পরপর ছবিতে ব্যবহার করা যায় না, প্রতিটা গল্পকেই একদম নতুনভাবে শুরু করতে হয়।”

সহজ কথায়, যে পরিচালক একসময় প্রেমের যন্ত্রণাকে সুরে বেঁধেছিলেন, এখন তিনি শিখেছেন-“জাদু কখনও বানানো যায় না, সেটা কেবল ঘটে যায়।”

ইউ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন

এবার আসছে ‘সইয়ারা ২’

আপডেট সময় ০৪:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

পরিচালক মোহিত সুরি পরিচালিত ছবি ‘সইয়ারা’-জ্বরে পুড়েছে কলকাতা সহ গোটা দেশ। সম্পূর্ণ দুই নবাগত অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বক্স অফিসে প্রায় ইতিহাস তৈরি করেছে যশ রাজ ফিল্মস সংস্থা প্রযোজিত এই ছবি।

সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা শোয়ে দর্শক এসেছেন। এবং এই ছবি বার বার দেখেছেন দর্শক। নিঃসন্দেহে ‘সইয়ারা’এই বছরের এখন অবধি বড় ওপেনিং। দর্শকের মনে প্রশ্ন ছিল এরপর কি আসতে পারে ‘সাইয়ারা ২’?

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার বিপরীতে অহন পাণ্ডের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। ছবিটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং অহন ও অনীতকে রাতারাতি বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগতদের তালিকায় স্থান করে দিয়েছে।

প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা-অভিনেত্রী তাঁর পরবর্তী পদক্ষেপ কী নেন। পরিচালক মোহিত সুরিও বা এরপর কোন ছবি তৈরি করেন।

তার পরবর্তী ছবি করার প্রসঙ্গে সম্প্রতি মোহিত সুরি বললেন, “আদি স্যার (আদিত্য চোপড়া) যখন ‘সাইয়ারা’র ছবির প্রথম রাফ এডিটটা দেখেছিলেন, ছবিটা তখন ভীষণ লুজ লাগছিল— একেবারে ৩ ঘণ্টা ১৫ মিনিটের ছিল!

এটা মুক্তি পাওয়ার প্রায় দু’তিন মাস আগের ঘটনা। যাই হোক, তখন ওঁকে আমি বললাম, ‘একটু কাটছাঁট করি?’ কিন্তু আদি স্যার তখনও ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন। উনি বলেছিলেন, ‘এই ছবি ওপেনিংয়ে ৪-৫ কোটি পেলেও শেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।’ উনি তখনই বুঝে গিয়েছিলেন, ছবিটায় কিছু একটা ম্যাজিক কাজ করেছে।”

পরিচালক আরও বলেন, “এই রকম ভালবাসা শেষ পেয়েছিলাম ‘আশিকি ২’ (২০১৩)-র সময়। এরকম অনুভূতি আগে থেকে পরিকল্পনা করে সাজানো যায় না। ‘হামারি আধুরি কহানি’ (২০১৫)-তে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা জমেনি।”

মোহিত এরপর বড় ঘোষণাও করেন— তিনি যশ রাজ ফিল্মস-এর সঙ্গে আরও এটি নতুন ছবির জন্য আলোচনা করছেন- “সত্যি বলতে কী, আবার একসঙ্গে কাজের পরিকল্পনা করছি।

এখন নতুন একটা দর্শক শ্রেণি আমার কাছে আসছে। ৬০ বছরের বয়স্ক মহিলারা এ ছবি দেখার পর এসে বলেছেন, ‘ বেঁচে থাকো বাবা, দারুণ ছবি বানিয়েছ।’

আগে তো শুধু সেরকম যুবক দর্শককে চিনতাম যারা বুকে চাপড় মেরে বলত- ‘কী ছবি বানিয়েছিস, কী হিট দিয়েছিস!’

সিনিয়রদের কাছ থেকে একটা কথাই শিখেছি- দর্শককে খুশি করার একই ফর্মুলা পরপর ছবিতে ব্যবহার করা যায় না, প্রতিটা গল্পকেই একদম নতুনভাবে শুরু করতে হয়।”

সহজ কথায়, যে পরিচালক একসময় প্রেমের যন্ত্রণাকে সুরে বেঁধেছিলেন, এখন তিনি শিখেছেন-“জাদু কখনও বানানো যায় না, সেটা কেবল ঘটে যায়।”

ইউ