পার করছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে এনজিও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে ‘স্বপ্ন সারথী কিশোরীদের গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উপজেলা ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী বিশ্বাসের সঞ্চালনায় ও কমিউনিটি অর্গানাইজার ঝুমুর রানীর সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত কর্মকর্তার দায়িত্ব) শারমিন সুলতানা লীনা, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভানেত্রী রাশেদা খানম মঞ্জু, এনজিও সমন্বয়কারী মো. কাওসার ও আরএম (জেন্ডার) দেবাশীষ হালদার প্রমুখ।
স্বপ্ন সারথী কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ জন কিশোরী ছিলেন। উপস্থিত কিশোরীরা ১৮ বছর বয়স অতিক্রম করায় তাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
এএস/

ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা
মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি 























