ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডায়রিয়ায় আক্রান্ত ৬০ শিক্ষার্থী মাদ্রাসা বন্ধ

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১২ জনকে রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসকদের ধারণা, খাবার থেকে জীবাণু সংক্রমণের কারণেই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার ভোরে প্রথমে তিনজন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। দুপুরে আরও ২৮ জন, বিকেলে ১২ জন আক্রান্ত হয়। বুধবার আরও ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। সবাই একই খাবার খাই। হঠাৎ করে ৬০ জন শিক্ষার্থী কেন অসুস্থ হয়ে পড়ল, তা আমরা বুঝতে পারছি না।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে; তারা শঙ্কামুক্ত। গুরুতর অসুস্থ ১২ জনকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে।

এএস/

 

ডায়রিয়ায় আক্রান্ত ৬০ শিক্ষার্থী মাদ্রাসা বন্ধ

আপডেট সময় ০৪:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১২ জনকে রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসকদের ধারণা, খাবার থেকে জীবাণু সংক্রমণের কারণেই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার ভোরে প্রথমে তিনজন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। দুপুরে আরও ২৮ জন, বিকেলে ১২ জন আক্রান্ত হয়। বুধবার আরও ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। সবাই একই খাবার খাই। হঠাৎ করে ৬০ জন শিক্ষার্থী কেন অসুস্থ হয়ে পড়ল, তা আমরা বুঝতে পারছি না।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে; তারা শঙ্কামুক্ত। গুরুতর অসুস্থ ১২ জনকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে।

এএস/