ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুরি হওয়া ৭৫ বস্তা ডালসহ ৩ জন গ্রেপ্তার,কালাইয়া থেকে ট্রলার উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী বাজার থেকে বিপুল পরিমাণ ডাল ও তিল চুরির ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া থেকে একটি ট্রলারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় ব্যবসায়ীর চুরি যাওয়া ৭৫ বস্তা ডাল ও ৪ বস্তা তিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের নিজাম প্যাদা, মো. রাসেল প্যাদা এবং ক্ষুদ্রকাঠী গ্রামের মো. পিন্টু হাওলাদার ।
মামলার বাদী কলসকাঠী বাজারের ভুষা মালের ব্যবসায়ী দেবাশীষ কুণ্ড জানান, গত ২৮ সেপ্টেম্বর তিনি গোডাউন তালাবদ্ধ করে বাড়ি যান। ৩০ সেপ্টেম্বর সকালে গোডাউনে মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান এবং তাঁর ৭০ বস্তা খেসাড়ি ডাল, ৫ বস্তা মুগ ডাল ও ৪ বস্তা তিল-যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ২৫০ টাকা-ট্রলারে করে চুরি হয়ে যায়।

চুরির এক সপ্তাহ পর মামা শ্বশুরের মাধ্যমে দেবাশীষ কুণ্ড কালাইয়া গ্রামে চোরাই মালামাল ও আসামিদের অবস্থান জানতে পারেন এবং পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, এই চুরির ঘটনার সাথে এলাকার “রাঘব বোয়ালরা” জড়িত এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাস্টারমাইন্ডসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইপো নাসিম হাওলাদার ওরফে কাওসার ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। কাওসার প্রভাবশালী হওয়ায় এবং বাদী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ভয়ে মামলায় তার নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি হলেও পরে চোরাই ডাল ও ট্রলারসহ ৩ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এএস/

চুরি হওয়া ৭৫ বস্তা ডালসহ ৩ জন গ্রেপ্তার,কালাইয়া থেকে ট্রলার উদ্ধার

আপডেট সময় ০৪:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী বাজার থেকে বিপুল পরিমাণ ডাল ও তিল চুরির ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া থেকে একটি ট্রলারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় ব্যবসায়ীর চুরি যাওয়া ৭৫ বস্তা ডাল ও ৪ বস্তা তিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের নিজাম প্যাদা, মো. রাসেল প্যাদা এবং ক্ষুদ্রকাঠী গ্রামের মো. পিন্টু হাওলাদার ।
মামলার বাদী কলসকাঠী বাজারের ভুষা মালের ব্যবসায়ী দেবাশীষ কুণ্ড জানান, গত ২৮ সেপ্টেম্বর তিনি গোডাউন তালাবদ্ধ করে বাড়ি যান। ৩০ সেপ্টেম্বর সকালে গোডাউনে মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান এবং তাঁর ৭০ বস্তা খেসাড়ি ডাল, ৫ বস্তা মুগ ডাল ও ৪ বস্তা তিল-যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ২৫০ টাকা-ট্রলারে করে চুরি হয়ে যায়।

চুরির এক সপ্তাহ পর মামা শ্বশুরের মাধ্যমে দেবাশীষ কুণ্ড কালাইয়া গ্রামে চোরাই মালামাল ও আসামিদের অবস্থান জানতে পারেন এবং পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, এই চুরির ঘটনার সাথে এলাকার “রাঘব বোয়ালরা” জড়িত এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাস্টারমাইন্ডসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইপো নাসিম হাওলাদার ওরফে কাওসার ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। কাওসার প্রভাবশালী হওয়ায় এবং বাদী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ভয়ে মামলায় তার নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি হলেও পরে চোরাই ডাল ও ট্রলারসহ ৩ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এএস/