ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিত-কোহলিকে বিশ্বকাপে চাই, সাফ জানালো গিল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মা ও ভিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকাদের ছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্য সম্ভব নয়। তিনি বলেন, ‘দলের জন্য তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অমূল্য। এমন ক্রিকেটার খুব বেশি পাওয়া যায় না।’

শুক্রবার দিল্লিতে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি রোহিত ভাই ও বিরাট ভাইকে ২০২৭ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখছি। তারা ভারতের হয়ে যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তেমন অভিজ্ঞতা ও দক্ষতা খুব কম খেলোয়াড়ের আছে।’

রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডেতেই তাদের দেখা যাবে। বর্তমানে কোহলি লন্ডনে আর রোহিত আছেন মুম্বাইয়ে। তবে তারা দুজনই ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের আগে দিল্লিতে ওয়ানডে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

২৫ বছর বয়সী শুভমান গিল প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে তার অধিনায়কত্বের সূচনা হবে।

গিল বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়া আমার জন্য সম্মানের। রোহিত ভাইয়ের শান্ত স্বভাব ও দলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তিনি তৈরি করেছিলেন, সেটি আমি বজায় রাখতে চাই।’

গিল আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পরই তাকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্ব জানানো হয়। তবে তিনি আগেই বিষয়টি জানতে পেরেছিলেন।

রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই শুভমান গিলের এই বার্তা অনেক তাৎপর্যপূর্ণ। তিনি বোর্ড ও নির্বাচকদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—দল নবীন হচ্ছে ঠিকই, তবে দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতা এখনো ভারতের সম্পদ।

গিল বলেন, ‘রোহিত ভাই ও ভিরাট ভাই শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও নেতৃত্ব দেন। তরুণদের জন্য তারা অনুপ্রেরণা। তাদের পাশে পাওয়া মানে দল আরও ভারসাম্যপূর্ণ।’

২০২৭ বিশ্বকাপের আগে ওয়ানডে সূচি সীমিত হলেও গিল চান অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে দল গড়ে তুলতে। তার নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ভারতের জন্য হবে নতুন অধ্যায়ের সূচনা।

কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন গিল। তিনি বলেন, ‘গম্ভীর স্যার সব সময় বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করি কীভাবে বোলারদের একটা শক্তিশালী পুল তৈরি করা যায়। ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি।’

জেএএ

রোহিত-কোহলিকে বিশ্বকাপে চাই, সাফ জানালো গিল

আপডেট সময় ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মা ও ভিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকাদের ছাড়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্য সম্ভব নয়। তিনি বলেন, ‘দলের জন্য তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অমূল্য। এমন ক্রিকেটার খুব বেশি পাওয়া যায় না।’

শুক্রবার দিল্লিতে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি রোহিত ভাই ও বিরাট ভাইকে ২০২৭ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখছি। তারা ভারতের হয়ে যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তেমন অভিজ্ঞতা ও দক্ষতা খুব কম খেলোয়াড়ের আছে।’

রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডেতেই তাদের দেখা যাবে। বর্তমানে কোহলি লন্ডনে আর রোহিত আছেন মুম্বাইয়ে। তবে তারা দুজনই ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের আগে দিল্লিতে ওয়ানডে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

২৫ বছর বয়সী শুভমান গিল প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে তার অধিনায়কত্বের সূচনা হবে।

গিল বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়া আমার জন্য সম্মানের। রোহিত ভাইয়ের শান্ত স্বভাব ও দলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তিনি তৈরি করেছিলেন, সেটি আমি বজায় রাখতে চাই।’

গিল আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পরই তাকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্ব জানানো হয়। তবে তিনি আগেই বিষয়টি জানতে পেরেছিলেন।

রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই শুভমান গিলের এই বার্তা অনেক তাৎপর্যপূর্ণ। তিনি বোর্ড ও নির্বাচকদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—দল নবীন হচ্ছে ঠিকই, তবে দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতা এখনো ভারতের সম্পদ।

গিল বলেন, ‘রোহিত ভাই ও ভিরাট ভাই শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও নেতৃত্ব দেন। তরুণদের জন্য তারা অনুপ্রেরণা। তাদের পাশে পাওয়া মানে দল আরও ভারসাম্যপূর্ণ।’

২০২৭ বিশ্বকাপের আগে ওয়ানডে সূচি সীমিত হলেও গিল চান অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে দল গড়ে তুলতে। তার নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ভারতের জন্য হবে নতুন অধ্যায়ের সূচনা।

কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন গিল। তিনি বলেন, ‘গম্ভীর স্যার সব সময় বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করি কীভাবে বোলারদের একটা শক্তিশালী পুল তৈরি করা যায়। ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি।’

জেএএ