আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে ১২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ছয়টি রাজনৈতিক দলের মোর্চা ‘গণতন্ত্র মঞ্চ’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষক ভূমিহীন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার আদায়ের নেতা শেখ নাসির উদ্দিন। সে গতকাল এলাকায় আসেন, সেই সময় পাবনা ২ আসনের ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সৌজন্য সাক্ষাত করেন। তারা গাড়ি বহর করে কাজিরহাট হয়ে বাদের হাট নগরবাড়ি কাশীনাথপুর হয়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তিনি বলেন আমি হতদরিদ্র ভূমিহীন সাধারণ মানুষের প্রতিনিধি, আমি এক সময় মানুষের বাড়িতে কাজ করে খেয়েছি আর মানুষের জন্য কাজ করেছি। রাষ্ট্রীয় বিভিন্ন সময় কৃষক শ্রমিক নদী ভাঙ্গা মানুষ ভূমিহীনদের উপরে যে সকল নির্যাতন হতো সে সকল অন্যায়ের প্রতিবাদ করতাম। মানুষের জন্য দাবি-দফা আদায়ের জন্য রাজপথে থেকেছি, স্বৈরাচার সরকার দ্বারা নির্যাতিত হয়েছি। এ সরকারের সময়ও কৃষি ও ভূমি সংষ্কার কমিশন করার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেছি আন্দোলন করেছি কিন্তু কৃষক সাধারণ মানুষের জন্য তারা কিছু করেননি।
এত বছর প্রতিবাদ করার পরও কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংসদে আইন কানুন করা হয় নাই। এই দেশের যারাই সংসদ সদস্য হয়েছে তারা বেশির ভাগ লুটপাট কারী, কালোবাজারি দুর্নীতিবাজ এই দেশের টাকা পাচারকারী। সংসদ সদস্য হয়ে দেশের সাধারণ মেহনতি মানুষের জন্য কোন আইন পাস করেনি সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাই আসুন পাবনা-২ আসনের কৃষক শ্রমিক তাতী জেলে কামার কুমার প্রান্তিক জনগোষ্ঠির সবাই একতাবদ্ধ হই। আগামী সংসদে যেন আপনাদের জন্য আইন প্রণয়ন করতে পারি, সাধারণ মানুষের জন্য আপনারা আমাকে প্রতিনিধী হিসাবে ওখানে পাঠাবেন আপনাদের জন্য।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলার সদস্য সচিব মাসুদ রহমান খান, জেলার যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, আমিনপুর থানার সভাপতি রিপন, আমিপুর থানা সদস্য সচিব মিলন শেখ, বেড়া উপজেলার সভাপতি।
আরো উপস্থিত ছিলেন বিপুল কুমার পাল, ভূমিহীন সুকুমার শীল, বাংলাদেশ ছাত্র সংস্কার আন্দোলনের পলাশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাষ্ট্র চিন্তার জেলার প্রতিনিধ সাদ্দাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

কালো ব্লেজার আর ফ্লেয়ার্ড ট্রাউজারে দারুণ রাজকীয় ভঙ্গিতে হাজির সুস্মিতা
পাবনা প্রতিনিধি 



























