ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাউন সামলাতে হিমশিম নীতাংশী, সাহায্যে এগিয়ে শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

অভিষেক সিনেমা দিয়েই বাজিমাত। ৭০তম ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর (ডেবিউ) পুরস্কার পেলেন ‘লাপাতা লেডিস’-এর ‘ফুল’ অর্থাৎ নীতাংশী গোয়েল।

স্বাভাবিকভাবেই নাম ঘোষণার পর হতচকিত নবাগতা, অনুষ্ঠান মঞ্চে উঠতে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। গাউন নিয়ে নাজেহাল ‘ফুল’, মঞ্চের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই সামলে নেন ‘কিং’ শাহরুখ।

নীতাংশীকে আগলে আরো একবার সবার মন জিতলেন বলিউড বাদশাহ।

সেই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের গাউন পরনে নীতাংশী পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় তাকে আনতে যান শাহরুখ। সিঁড়ি দিয়ে ওঠার সময় গাউনের ট্রেলে যত বিপদ! সিঁড়িতে পা জড়িয়ে পড়ে যাচ্ছিল।

তাকে সামলে মঞ্চে ওঠতে সহযোগিতা করেন কিং খান।

মঞ্চে ওঠার পর যাতে হাঁটতে সমস্যা না হয় তাই ট্রেলও আগলে রাখতে দেখা গেছে শাহরুখকে। এরপর অক্ষয় কুমার এবং করণ জোহরের দিকে নিঃসংকোচে এগিয়ে যান অভিনেত্রী। এই মুহূর্তের ভিডিওই যেন এখন সোশ্যাল মিডিয়ায় হটকেক।

নারীদের কিভাবে সম্মান করতে হয়, তা জানেন শাহরুখ। তা সে নবাগত অভিনেত্রী হোন, কিংবা নারী অনুরাগী। অতীতে সাক্ষাৎকারে সেকথা নিজের মুখে জানিয়েছেন তিনি। আর সেটাই তার নারী মন জয়ের ইউএসপি বলেই মনে করেন শাহরুখ।

শাহরুখ যে শুধু অভিনেতা হিসাবেই নন, একজন প্রকৃত মানুষ হিসাবে সত্যিকারের কিং, তা তার আচরণে স্পষ্ট বলেই দাবি নেটিজেনদের।

এজেএ

গাউন সামলাতে হিমশিম নীতাংশী, সাহায্যে এগিয়ে শাহরুখ

আপডেট সময় ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

অভিষেক সিনেমা দিয়েই বাজিমাত। ৭০তম ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর (ডেবিউ) পুরস্কার পেলেন ‘লাপাতা লেডিস’-এর ‘ফুল’ অর্থাৎ নীতাংশী গোয়েল।

স্বাভাবিকভাবেই নাম ঘোষণার পর হতচকিত নবাগতা, অনুষ্ঠান মঞ্চে উঠতে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। গাউন নিয়ে নাজেহাল ‘ফুল’, মঞ্চের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলেন আর ঠিক তখনই সামলে নেন ‘কিং’ শাহরুখ।

নীতাংশীকে আগলে আরো একবার সবার মন জিতলেন বলিউড বাদশাহ।

সেই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের গাউন পরনে নীতাংশী পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় তাকে আনতে যান শাহরুখ। সিঁড়ি দিয়ে ওঠার সময় গাউনের ট্রেলে যত বিপদ! সিঁড়িতে পা জড়িয়ে পড়ে যাচ্ছিল।

তাকে সামলে মঞ্চে ওঠতে সহযোগিতা করেন কিং খান।

মঞ্চে ওঠার পর যাতে হাঁটতে সমস্যা না হয় তাই ট্রেলও আগলে রাখতে দেখা গেছে শাহরুখকে। এরপর অক্ষয় কুমার এবং করণ জোহরের দিকে নিঃসংকোচে এগিয়ে যান অভিনেত্রী। এই মুহূর্তের ভিডিওই যেন এখন সোশ্যাল মিডিয়ায় হটকেক।

নারীদের কিভাবে সম্মান করতে হয়, তা জানেন শাহরুখ। তা সে নবাগত অভিনেত্রী হোন, কিংবা নারী অনুরাগী। অতীতে সাক্ষাৎকারে সেকথা নিজের মুখে জানিয়েছেন তিনি। আর সেটাই তার নারী মন জয়ের ইউএসপি বলেই মনে করেন শাহরুখ।

শাহরুখ যে শুধু অভিনেতা হিসাবেই নন, একজন প্রকৃত মানুষ হিসাবে সত্যিকারের কিং, তা তার আচরণে স্পষ্ট বলেই দাবি নেটিজেনদের।

এজেএ