ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন Logo মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু Logo ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ চান ৮ দলের নেতারা Logo ভারতের বিপক্ষে জয় দিয়ে বছরটা শেষ করতে চাই: রাকিব Logo সোনারগাঁয়ের পলিথিন বর্জের কারণে জনস্বাস্থ্য পরিবেশ হুমকিতে  Logo মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন Logo ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন Logo নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে মনোনয়ন দাবিতে সমাবেশ: বহিরাগত প্রার্থী বর্জনের হুঁশিয়ারি

যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বর্ণের দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আসামি মো. রাসেল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গ্রেফতার রাসেল মিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণের চিরাইও গ্রামের সোহরাব মেম্বারের ছেলে। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

পুলিশ ও দোকানমালিকের দেয়া তথ্যমতে, গত রোববার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউজ’ নামের সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে দোকানটির মালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। এরপর এটিকে মামলা হিসেবে নেয়া হয়। ‎

অভিযোগে জাবির হোসেন উল্লেখ করেন, তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা পরিচালনা করছেন। ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো একসময়ে চোরেরা পাশের ৩ নম্বর দোকানের দেয়াল ভেঙে ২ নম্বর দোকানে প্রবেশ করে। তারা দোকানের ভল্টে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ‎

অভিযোগে বলা হয়, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও নিয়ে গেছে চোরেরা।

দোকানঘেঁষা পাশের দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যেটি ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন দোকানের মালিক। ‎

দোকানের মালিক দাবি করেন, কিছুদিন ধরে কয়েক ব্যক্তি তাদের দোকানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ‎

জেএএ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন

যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বর্ণের দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আসামি মো. রাসেল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গ্রেফতার রাসেল মিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণের চিরাইও গ্রামের সোহরাব মেম্বারের ছেলে। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

পুলিশ ও দোকানমালিকের দেয়া তথ্যমতে, গত রোববার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউজ’ নামের সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে দোকানটির মালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। এরপর এটিকে মামলা হিসেবে নেয়া হয়। ‎

অভিযোগে জাবির হোসেন উল্লেখ করেন, তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা পরিচালনা করছেন। ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো একসময়ে চোরেরা পাশের ৩ নম্বর দোকানের দেয়াল ভেঙে ২ নম্বর দোকানে প্রবেশ করে। তারা দোকানের ভল্টে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ‎

অভিযোগে বলা হয়, দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও নিয়ে গেছে চোরেরা।

দোকানঘেঁষা পাশের দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যেটি ব্যবহার করে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন দোকানের মালিক। ‎

দোকানের মালিক দাবি করেন, কিছুদিন ধরে কয়েক ব্যক্তি তাদের দোকানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ‎

জেএএ