এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের অধীনে ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও, উদ্বেগজনকভাবে ২০টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর)সকাল ১০টায় যশোর শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম।
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শতভাগ ফেল করা ২০টি কলেজের তালিকা প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে বিএন কলেজ (১১ জন পরীক্ষার্থী), মডেল কলেজ খুলনা (১ জন), মাগুরা বুজরুক শ্রীকুন্ডি কলেজ (৮ জন), এবং নড়াইলের মাকরাইল করিম খালেক সোলায়মান ইন্সটিটিউট (৩৫ জন)-এর মতো প্রতিষ্ঠানসহ মোট ১৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন পাশের হার কমার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে রাজপথে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল।
তাছাড়া এবার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। সে কারণে পাশের হার কমেছে বলে তিনি মনে করেন।”
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, যে ২০টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি, সেসব কলেজের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন
যশোর প্রতিনিধি 
























