সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ টিকিট পাওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আরব আমিরাত।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জাপান। অধিনায়ক ওয়াতারু মিয়ায়ুচির অপরাজিত ৪৫ রানের সুবাদে নির্ধারিত ওভারে ১১৬ রানের সংগ্রহ পায় তারা।
জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে আরব আমিরাত। দুই ওপেনার আলিশান শরাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম মিলে দলকে জয়ের ভিত গড়ে দেন।
ওয়াসিম আউট হওয়ার আগে করেন ৪২ রান, আর শরাফু খেলেন ৪৬ রানের দারুণ ইনিংস। তাদের ব্যাটে ভর করেই ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত।
এই জয়ের ফলে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আরব আমিরাত। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা, স্বাগতিক হিসেবে যাদের অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল।
২০২৪ বিশ্বকাপের শীর্ষ ৭ দল, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।
অন্যদিকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে তিন দল, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বাকি জায়গা পূরণ করতে বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে, আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে, এশিয়া-প্যাসিফিক থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।
ইউ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন
স্পোর্টস ডেস্ক 




























