ব্রাজিলের বিশ্বকাপ বাছাই অভিযান শেষ হওয়ায় ২০২৬ বিশ্বকাপের আগে তাদের আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। তাই নভেম্বরে দু’টি প্রীতি ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, ফিফা উইন্ডোর অংশ হিসেবে নভেম্বরে ব্রাজিল আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিসিয়ার মুখোমুখি হবে।
আগামী ১৫ নভেম্বর এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে সেনেগালের সঙ্গে, আর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে হবে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ।
ব্রাজিলের সোশ্যাল মিডিয়া চ্যানেলেও এই তথ্য প্রকাশ করা হয়েছে। এমিরেটসে তাদের আগের খেলার ইতিহাসও রয়েছে।
২০১৮ সালে উরুগুয়ের সঙ্গে ম্যাচটি তারা ১-০ গোলে জিতেছিল। তবে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড তেমন ভালো নয়, একবার হেরেছে এবং একবার ড্র করেছে।
আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এই ম্যাচকে ব্যক্তিগত দিক থেকেও বিশেষ মনে করছেন।
তিনি বলেছেন, আমি ছয় বছরেরও বেশি সময় ধরে আর্সেনালের সঙ্গে আছি এবং এমিরেটস স্টেডিয়ামে খেলেছি। এখন জাতীয় দল হিসেবে এখানে ফিরে আসা দারুণ একটি অনুভূতি।
ইউ

আজ কবি অনিতা আন্দন কবিতার জন্মদিন
স্পোর্টস ডেস্ক 




























