সিলেটের ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে গত শনিবার (২ নভেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, হবিগঞ্জ থেকে সিলেটগামী এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং প্রায়শই ট্রাফিক আইন উপেক্ষা করে।
এসব বাসের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই রুটে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতা সড়ক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
স্থানীয়রা অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ অন্যান্য বিরতিহীন বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা সড়কে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান।
মানববন্ধন বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “হবিগঞ্জী বাস চলবে না, প্রাণ বাঁচাও, দুর্ঘটনা রুখো, নিরাপদ সড়ক চাই”-ইত্যাদি স্লোগান দেন।
এএস/

ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি 























