ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা Logo সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার Logo সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের Logo সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে দেড় লাখ জনসংখ্যার কুরাসাও Logo ফের কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর Logo শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল: রাশেদ প্রধান Logo আদানি গ্রুপের সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা Logo সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল Logo চানখারপুলে ছয় হত্যায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ২৩ নভেম্বর Logo টাকা খরচ না করেও কি নির্বাচনে বিজয়ী হওয়া যায় প্রশ্ন মির্জা গালিবের

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

সিলেটের ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে গত শনিবার (২ নভেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, হবিগঞ্জ থেকে সিলেটগামী এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং প্রায়শই ট্রাফিক আইন উপেক্ষা করে।

এসব বাসের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই রুটে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতা সড়ক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

স্থানীয়রা অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ অন্যান্য বিরতিহীন বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা সড়কে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধন বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “হবিগঞ্জী বাস চলবে না, প্রাণ বাঁচাও, দুর্ঘটনা রুখো, নিরাপদ সড়ক চাই”-ইত্যাদি স্লোগান দেন।

এএস/

ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সিলেটের ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে গত শনিবার (২ নভেম্বর) দুপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, হবিগঞ্জ থেকে সিলেটগামী এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং প্রায়শই ট্রাফিক আইন উপেক্ষা করে।

এসব বাসের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই রুটে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতা সড়ক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

স্থানীয়রা অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ অন্যান্য বিরতিহীন বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা সড়কে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধন বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “হবিগঞ্জী বাস চলবে না, প্রাণ বাঁচাও, দুর্ঘটনা রুখো, নিরাপদ সড়ক চাই”-ইত্যাদি স্লোগান দেন।

এএস/