সাম্প্রতিক সময়ে মৌসুমী বায়ু, নিম্নচাপ, এবং অসময়ের শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে রাজশাহী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান, সরিষা, সবজি, পেঁয়াজ, রসুন ও আমের মুকুলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
প্রধান ক্ষতিগ্রস্ত অঞ্চল ও জেলাগুলো থেকে আমাদের প্রতিনিধিরে পাঠানো প্রতিবেদন………………….
রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন,
রাজশাহীসহ বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ,নিয়ামতপুর, হিলিসহ হাকিমপুরে টানা বৃষ্টিপাত এবং উজানের পানিতে পাকা আমন ধান ক্ষেতে লুটিয়ে পড়েছে ও জলাবদ্ধতার সৃষ্টি করেছে। দ্রুত পানি না নামলে ধান পচে সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অসময়ের শিলাবৃষ্টিতে রাজশাহীতে আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, শসাসহ অনেক ফসলের ক্ষতি হয়েছে। শিলার আঘাতে আমের মুকুলও ঝরে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানেও আমন ধান পানির নিচে নুড়ে পরেছে। এবং রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর, মোহনপুর, বাঘা ও চারঘাটে শিলাবৃষ্টিতে ১,১১০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।
রংপুর ব্যুরো জানিয়েছে..
রংপুরসহ বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম জেলায় পাকা আমন ধান ডুবে গেছে। এতে শীতকালীন শাখ- সবজির ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণের ফলে শত শত পুকুরের মাছ ভেসে গেছে, যা চাষিদের বড় লোকসানের মুখে ফেলেছে।

সাম্প্রতিক কুড়িগ্রাম জেলায় অসমায়ে বন্যায় প্রায় ৫ কোটি টাকার ফসল হানি হয়েছে। বিশেষ করে চর নদীর চরাঞ্চলের করলা, মরিচ, মুলাসহ সবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল উপকূল অতিবৃষ্টি-বন্যা ,কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ইত্যাদি। অতিবৃষ্টিতে ২০টি জেলায় আউশ, আমন বীজতলা, শাকসবজি, পান, আদা, হলুদ ইত্যাদি ফসলের ক্ষতি হয়েছে। কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চলের করলা, মরিচ, মুলাসহ সবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে ঢাকাসহ কিশোরগঞ্জ, জামালপুরে দমকা বাতাসে নুয়ে পড়েছে পাকা ধানসহ শাক-সবজি।
কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতে বৃষ্টি হলে আলু, পিঁয়াজ, রসুন, আদা, হলুদ-এর মতো ভূগর্ভে উৎপাদিত ফসল পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার প্রত্যাশা রয়েছে।
এএস/

আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিমরা
কান্ট্রি ডেস্ক 




























