রাজশাহী জেলার তানোর উপজেলায় বুধ ও শুক্রবার দিবাগত রাতের টানা ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির ঢলে গ্রামীণ রাস্তাঘাট, পাকা রোপা আমন ধানের ক্ষেত এবং শত শত পুকুর ডুবে গেছে। এই আকস্মিক দুর্যোগে কৃষকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।
তানোর পৌরসভাসহ চাঁন্দুড়িয়া, কামারগাঁ, পাঁচন্দর ও কলমা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সোনালি পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে এবং পানিতে ডুবে গেছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি নিষ্কাশন না হলে ধানের মারাত্মক ক্ষতি হবে বা গাছ গজিয়ে নষ্ট হয়ে যাবে।
ভারী বর্ষণে শত শত পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ বিভ্রাট এবং সবজি ক্ষেতও ক্ষতির মুখে পড়েছে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, মোট ২০৩ হেক্টর রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৬ হেক্টর সম্পূর্ণভাবে এবং ১৫৭ হেক্টর আংশিকভাবে ডুবে গেছে। তবে কলমা ইউনিয়নের কয়েকটি এলাকার ডুবন্ত ধানের তথ্য এখনো কৃষি অফিসের কাছে নেই। তানোর পৌরসভায় ১১০ হেক্টর ধান ডুবেছে বলে জানা যায়।
উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানিয়েছেন, বৃষ্টি বন্ধ হলে এবং তিন-চার দিনের মধ্যে পানি নিষ্কাশন হলে ধানের ক্ষতি কম হবে। এর বেশি সময় পানি জমে থাকলে ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কার্যকরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক যাতে এই বড় লোকসান থেকে তাদের রক্ষা করা যায়।
এএস/

ডিসি-এসপিদের লটারির মাধ্যমে বদলির দাবি জামায়াতের
রাজশাহী প্রতিনিধি 























