আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ সেন্টাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার (১ নভেম্বর) রাতে শহরের রথখোলা এলাকায় অভিজাত হোটল শেফরন ডিলাইটের সম্মেলন কক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূতি উদযাপন ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর রমজান আলী, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসাইন তালুকদার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ) ডা. মো. একরাম আহসান জুয়েল, হয়বতনগর আনওয়ারুল উলুম (এ ইউ) কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মুআ লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান ও যুগান্তর ও যমুনা টেলিভিশনের বুরে্যা চীফ এটিএম নিজাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু।

এছাড়াও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ড্যাব কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আজীবন সদস্য ডা. এস.কে.এম নাজমুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও সেন্ট্রাল প্রেস ক্লাবের আজীবন সদস্য ডা. এরশাদ আহসান সোহেল, শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈমাম মুফতি আবুল খায়ের ছাইফুল্লাহ,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুৃমন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংবাদিক আলী রেজা সুমন প্রমুখ।
আলোচনা শেষে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরীতে চারজন সাংবাদিককে সেরা প্রতিবেদকের সম্মাননা প্রদান করা হয়। জুড়ি বোর্ডের চারজন বিচারকের সংবাদ বিশ্লেষণের ভিত্তিতে মাল্টিমিডিয়া থেকে ডিবিসি জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন ও অনলাইন মিডিয়া থেকে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু ও অনুসন্ধানমূলক সংবাদের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে একুশে টেলিভেশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীকে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নৈশ্যভোজে অংশগ্রহণ করেন।
ইউ

একদিকে রায় অন্যদিকে মবক্রেসি, কিসের আলামত জানি না: মির্জা ফখরুল
শামসুল আলম শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি 





























