ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo চানখারপুলে ছয় হত্যায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ২৩ নভেম্বর Logo টাকা খরচ না করেও কি নির্বাচনে বিজয়ী হওয়া যায় প্রশ্ন মির্জা গালিবের Logo কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ Logo সিঙ্গাপুর ম্যাচের বাংলাদেশ দলে নেই রাকিব-তপু Logo নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক Logo কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো : জামায়াত আমির Logo অক্টোবরে সড়কে মৃত্যু বেড়েছে ৫.৭৫ শতাংশ: রোড সেফটি ফাউন্ডেশন Logo গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা Logo কাওয়াসাকির ১১০০ সিসির বাইক, কী আছে এতে

প্রকৃতির শিল্পী: হারিয়ে গেছে বাবুই পাখির বাসা

একসময় সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামীণ জনপদে তাল, খেজুর কিংবা নারকেল গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা ছিল এক স্বাভাবিক দৃশ্য। বাতাসে দোল খাওয়া সেই শৈল্পিক বাসা এবং বাবুই পাখির কিচিরমিচির গান গ্রামীণ সৌন্দর্যের প্রতীক ছিল। তবে দুঃখজনক হলেও সত্য, প্রকৃতির সেই পরিশ্রমী শিল্পী আজ ওসমানীনগর থেকে প্রায় বিলুপ্ত।

ওসমানীনগর  উপজেলার ৮টি ইউনিয়নেই এখন আর আগের মতো বাবুই পাখির বাসা চোখে পড়ে না। গোয়ালাবাজার, তাজপুর, উমরপুর, দয়ামীরসহ বিভিন্ন এলাকার প্রবীণরা জানান, একসময় বাড়ির পাশে সহজেই এদের বাসা দেখা যেত, যা দেখে তারা আনন্দ পেতেন। কিন্তু সেই দৃশ্য এখন কেবলই স্মৃতি।

স্থানীয় প্রবীণ ব্যক্তি তরিক উল্লা বলেন, “বহু বছর হলো বাড়ির পাশে বাবুই পাখির বাসা দেখি না। নতুন প্রজন্ম হয়তো এই শিল্পকর্ম দেখেইনি।”
পরিবেশবিদ ও সচেতন মহল মনে করছেন, গাছপালা নিধন, কৃষিজমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং সামগ্রিকভাবে প্রাকৃতিক ভারসাম্যের অবনতির কারণেই এই পরিযায়ী ও পরিশ্রমী পাখি দ্রুত বিলুপ্ত হচ্ছে।

গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষায় জরুরি ভিত্তিতে বৃক্ষরোপণ এবং পাখিবান্ধব পরিবেশ তৈরি করা না গেলে প্রকৃতির এই অসাধারণ শিল্পী চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

 

এএস/

 

চানখারপুলে ছয় হত্যায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ২৩ নভেম্বর

প্রকৃতির শিল্পী: হারিয়ে গেছে বাবুই পাখির বাসা

আপডেট সময় ০৬:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

একসময় সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামীণ জনপদে তাল, খেজুর কিংবা নারকেল গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা ছিল এক স্বাভাবিক দৃশ্য। বাতাসে দোল খাওয়া সেই শৈল্পিক বাসা এবং বাবুই পাখির কিচিরমিচির গান গ্রামীণ সৌন্দর্যের প্রতীক ছিল। তবে দুঃখজনক হলেও সত্য, প্রকৃতির সেই পরিশ্রমী শিল্পী আজ ওসমানীনগর থেকে প্রায় বিলুপ্ত।

ওসমানীনগর  উপজেলার ৮টি ইউনিয়নেই এখন আর আগের মতো বাবুই পাখির বাসা চোখে পড়ে না। গোয়ালাবাজার, তাজপুর, উমরপুর, দয়ামীরসহ বিভিন্ন এলাকার প্রবীণরা জানান, একসময় বাড়ির পাশে সহজেই এদের বাসা দেখা যেত, যা দেখে তারা আনন্দ পেতেন। কিন্তু সেই দৃশ্য এখন কেবলই স্মৃতি।

স্থানীয় প্রবীণ ব্যক্তি তরিক উল্লা বলেন, “বহু বছর হলো বাড়ির পাশে বাবুই পাখির বাসা দেখি না। নতুন প্রজন্ম হয়তো এই শিল্পকর্ম দেখেইনি।”
পরিবেশবিদ ও সচেতন মহল মনে করছেন, গাছপালা নিধন, কৃষিজমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং সামগ্রিকভাবে প্রাকৃতিক ভারসাম্যের অবনতির কারণেই এই পরিযায়ী ও পরিশ্রমী পাখি দ্রুত বিলুপ্ত হচ্ছে।

গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষায় জরুরি ভিত্তিতে বৃক্ষরোপণ এবং পাখিবান্ধব পরিবেশ তৈরি করা না গেলে প্রকৃতির এই অসাধারণ শিল্পী চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

 

এএস/