ফেনীতে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মনিরা হক আদর্শ ও অপরাধমুক্ত ফেনী গঠনে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। ফেনীর সাবেক জেলা প্রশাসক সাইফুল ইসলামের বদলির পর দায়িত্ব নিয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং জেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।
এ সময় সাংবাদিকেরা মূলত নিম্নলিখিত বিষয়গুলিতে উদ্বেগ প্রকাশ করেন:
* আইনশৃঙ্খলার অবনতি: শহরের যানজট, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি।
* ভৌত সমস্যা: শহরের জলাবদ্ধতা এবং মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে সোনাগাজী ও দাগনভূঁঞার বিভিন্ন এলাকায় নদীভাঙন।
এছাড়াও, রেমিট্যান্সের দিক দিয়ে দেশের অন্যতম শীর্ষ জেলা ফেনীর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়। সাংবাদিকেরা শিল্প-কারখানা গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় ও দেশি-বিদেশি উদ্যোক্তা আকৃষ্ট করার জন্য প্রশাসনকে জোরালো ভূমিকা নেওয়ার দাবি জানান।
নবাগত জেলা প্রশাসক মনিরা হক তাঁর বক্তব্যে জানান, এটি তাঁর পুরনো কর্মস্থল হওয়ায় তিনি এখানকার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অবগত আছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ফেনীর সার্বিক উন্নয়ন এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন সভাটি পরিচালনা করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/

কাওয়াসাকির ১১০০ সিসির বাইক, কী আছে এতে
ফেনী প্রতিনিধি 























