যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, “এ দেশে আর দিনের ভোট রাতে হবে না।” তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-দেশের সকল নাগরিকের অধিকার সমান।
আজ সোমবার (১১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার ৫নং পুটখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাইস্কুল মাঠে পুটখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি কঠোর বার্তা ও অর্থনৈতিক সঙ্কট:
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বর্তমান সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমসহ বহু নির্যাতনের অভিযোগ তোলেন।
তিনি বলেন, “বিগত আওয়ামী সরকার দীর্ঘ ১৫টি বছর মানুষকে জিম্মি করে হত্যা, মামলা, খুন, গুমের মতো নিকৃষ্ট কাজ করেছে। মানুষ তাদের মুখের ভাষা ব্যক্ত করতে পারেনি।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি চায় এদেশের মানুষ সুখে-শান্তিতে ও আত্মমর্যাদার সাথে, কারো গোলাম না হয়ে বসবাস করুক।
তিনি দেশের অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে দেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, যার কারণে আমরা এখনও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারিনি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের সম্পদ লুণ্ঠনকারী আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সঠিক বিচার করা হবে।
বিএনপি’র কর্মপরিকল্পনা ও যুব সমাজের জন্য প্রতিশ্রুতি:
বিএনপি নেতা তৃপ্তি জানান, বিএনপি ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা তৈরি করেছে। যদি তারা ক্ষমতায় আসে, তাহলে তাদের প্রথম ও প্রধান পরিকল্পনা থাকবে এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি মনে করেন, দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে শ্রমবাজারে নিয়োজিত করাই যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজ, এবং বিএনপি সেই লক্ষ্যে একটি সময়োপযোগী পরিকল্পনা নিয়ে জনগণের জন্য কাজ করবে।
জামায়াতকে হুঁশিয়ারি ও আওয়ামী লীগের ভারত-যোগাযোগ:
আওয়ামী লীগের ভারত-যোগাযোগ প্রসঙ্গে মফিকুল হাসান তৃপ্তি কটাক্ষ করে বলেন, আওয়ামী নেতারা আজ কোলকাতায় অফিস করেছে। তাদের দাদারা অফিস করতে সহযোগিতা করেছে। আমি বলি শুধু অফিস কেন, আপনারা আওয়ামী নেতাকর্মীদের নিয়ে যান, আপনার দেশে তাদের রাজনীতি করান।
একইসাথে তিনি জামায়াতে ইসলামীকে কঠোর হুঁশিয়ারি দেন। জামায়াত কখনো গণভোট, কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আজ এই নিষিদ্ধ দলকে এবং গোলাম আযমকে পাকিস্তান থেকে আনা আমাদের চরম ভুল।
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই দলটি এখন নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।” তিনি জামায়াতকে সাবধান করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান, অন্যথায় তাদেরও আবার পালাতে হবে।
উঠান বৈঠকের আয়োজন ও উপস্থিতি:
পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তবিবুর রহমান মোড়লের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলুসহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এএস/

সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 























