আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে নিজেদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনয়নপ্রাপ্ত চারজন নেতাই দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় এবং স্থানীয় পর্যায়ে তাদের ব্যাপক পরিচিতি রয়েছে।
সাতক্ষীরার যে ৪টি আসনে যাঁরা মনোনয়ন পেলেন:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে।
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা): এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা চেয়ারম্যান আব্দুর রউফ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর): এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এই চার নেতাকে দ্রুত নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের লক্ষ্য, স্থানীয় নেতাকর্মীদের একত্রিত করে এই আসনগুলোতে ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।
এএস/

অক্টোবরে সড়কে মৃত্যু বেড়েছে ৫.৭৫ শতাংশ: রোড সেফটি ফাউন্ডেশন
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা প্রতিনিধি 























