মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হকের বদলির আদেশকে ‘ষড়যন্ত্রমূলক’ অভিযোগ তুলে তা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। কৃষকদের দাবি, কিছু স্বার্থান্বেষী মহলের চক্রান্তে একজন সৎ ও কৃষিবান্ধব কর্মকর্তার বদলি করানো হচ্ছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা উপজেলা কৃষি অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় শতাধিক কৃষক অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে “ভালো কর্মকর্তার বদলি নয়, তাকে এখানেই রাখা হোক”-এর মতো বিভিন্ন স্লোগান শোভা পায়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা অভিযোগ করেন, মো. তোজাম্মেল হক দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করেছেন, সরকারি বীজ ও সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দিয়েছেন। তার এই সততা ও পরিশ্রমের কারণেই কতিপয় স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের আশায় তার বদলির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
কৃষক মো. হাসান বিশ্বাস বলেন, আমরা এই কৃষি অফিসারকে বদলি করতে চাই না। তিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার মতো কর্মকর্তা এখন বিরল। আরেক কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, তোজাম্মেল স্যার মাঠে মাঠে ঘুরে আমাদের পরামর্শ দেন। এমন কৃষিবান্ধব কর্মকর্তা বদলি হলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব।
কৃষাণী মোছা. শাকিলা রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্রকারীরা তাকে বদলি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা চাই তিনি এখানেই থেকে কৃষকদের জন্য কাজ চালিয়ে যান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মো. তোজাম্মেল হকের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।
এএস/

ফের কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
মো.ইউনুস আলী, মাগুরা প্রতিনিধি 























