বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. শাহরিয়ার শহিদ বাপ্পি বাদীর দাখিল করা আরজি গ্রহণ করে পরবর্তী আদেশের (রায়ের) জন্য রেখেছেন।
মামলার এজাহারে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন জিটিভি’র (GTV) ‘টাইমলাইন বাংলাদেশ’ অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক নাহরিন ইসলাম খান। ওই অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন।
বাদী আরও অভিযোগ করেন, বক্তব্যটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। তার দাবি, ওই বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি জামায়াতপন্থী কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
আদালত এই আরজিটি আমলে নিয়ে মামলাটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বা আদেশের অপেক্ষায় রেখেছেন।

সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
সিরাজগঞ্জ প্রতিনিধি 























