বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত প্রয়াত শহীদ আবু সাঈদ এর কবর জেয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কায্যক্রম শুরু করেছেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম ।
আজ মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদ এর বাড়ীতে গিয়ে আবু সাঈদ এর কবর জেয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ।
এ সময় বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদ প্রসঙ্গে বলেন, শহীদ আবু সাঈদ একটা বৈষম্যহীন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠান জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন । তার আত্মত্যাগ আমরা ভুলবো না। আমরা গর্বিত যে আবু সাঈদ আমাদের পীরগঞ্জের সন্তান ।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশ বাসীর সমর্থনে বিএনপি সরকার গঠন করে বৈষম্যহীন থেকে দেশের উন্নয়নে কাজ করে যাবে । তাহাকে মনোনয়ন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে দল সঠিক মুল্যায়ন করেছে ।
আবু সাঈদ এর কবর জেয়ারত শেষে সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ করেন । এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন ।
এএস/

যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি 























