ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন Logo ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হারালে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে : ধর্ম উপদেষ্টা Logo সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার Logo সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের Logo সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে দেড় লাখ জনসংখ্যার কুরাসাও Logo ফের কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর Logo শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল: রাশেদ প্রধান Logo আদানি গ্রুপের সিঙ্গাপুরে সালিশি কার্যক্রমের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা Logo সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল Logo চানখারপুলে ছয় হত্যায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, জেরা ২৩ নভেম্বর

রংপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম শুরু

  • রংপুর ব্যুরো  
  • আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

পঞ্চম বিভাগীয় কার্যালয় হিসেবে রংপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গুপ্তপাড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।


সভায় আলোচকরা জানান, আর্কিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে ১৮৬১ সালে থেকে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের প্রথম যাত্রা শুরু হয়। স্বাধীনতা পরবর্তী১৯৭২ সালে ঢাকায় এর প্রধান কার্যালয় স্থাপিত হয়। বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ১৯৮৩ সালে যথাক্রমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।

চার দশকেরও বেশি সময় পরে পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তররের কার্যক্রমের যাত্রা শুরু হলো। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫৪৩টি। এর মধ্যে রংপুর অঞ্চলের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫৯টি।

এছাড়াও এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে ২টি। বিভাগীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে রংপুর অঞ্চলের পুরাকীর্তির রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষন, জরিপ-অনুসন্ধান ও উৎখননের মধ্যমে এই অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের গতি ত্বরান্বিত হবে।

এএস/

আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন

রংপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম শুরু

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

পঞ্চম বিভাগীয় কার্যালয় হিসেবে রংপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গুপ্তপাড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।


সভায় আলোচকরা জানান, আর্কিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে ১৮৬১ সালে থেকে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের প্রথম যাত্রা শুরু হয়। স্বাধীনতা পরবর্তী১৯৭২ সালে ঢাকায় এর প্রধান কার্যালয় স্থাপিত হয়। বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ১৯৮৩ সালে যথাক্রমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।

চার দশকেরও বেশি সময় পরে পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তররের কার্যক্রমের যাত্রা শুরু হলো। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫৪৩টি। এর মধ্যে রংপুর অঞ্চলের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫৯টি।

এছাড়াও এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে ২টি। বিভাগীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে রংপুর অঞ্চলের পুরাকীর্তির রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষন, জরিপ-অনুসন্ধান ও উৎখননের মধ্যমে এই অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের গতি ত্বরান্বিত হবে।

এএস/