আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো রংপুরের ছয়টি আসনেও সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
একনজরে মনোনীত প্রার্থীরা:
রংপুর-১ (গঙ্গাচড়া): মোকাররম হোসেন সুজন (জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান)।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): মোহাম্মদ আলী সরকার (সাবেক সংসদ সদস্য, ২০০১ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত)।
রংপুর-৩ (সদর): সামসুজ্জামান সামু (মহানগর বিএনপির আহ্বায়ক; এবারই প্রথম নির্বাচনে)।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা): এমদাদুল হক ভরসা (জেলা বিএনপির সাবেক সভাপতি; ২০১৮ সালের প্রার্থী)।
রংপুর-৫ (মিঠাপুকুর): অধ্যাপক গোলাম রব্বানী (মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি; এবারই প্রথম নির্বাচনে)।
রংপুর-৬ (পীরগঞ্জ): সাইফুল ইসলাম (জেলা বিএনপির আহ্বায়ক; ২০১৮ সালের প্রার্থী)।
প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য:
* ছয় প্রার্থীর মধ্যে মোহাম্মদ আলী সরকার জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক এমপি।
* মোকাররম হোসেন সুজন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন।
* এমদাদুল হক ভরসা এবং সাইফুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থী ছিলেন।
* সামসুজ্জামান সামু এবং অধ্যাপক গোলাম রব্বানী প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নেতাকর্মীদের উল্লাস ও ঐক্যের আহ্বান:
রংপুর জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দলের নেতাকর্মীরা। তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এএস/

যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প
রংপুর ব্যুরো 























