ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় সাতক্ষীরায় লাখো জনতার বিক্ষোভ: সড়ক অবরোধ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় লাখো জনতার ঢল নামে এবং বিক্ষোভ সমাবেশ, হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয় এবং সন্ধ্যা পর্যন্ত উপজেলাজুড়ে বিক্ষোভ চলে। স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে এই মিছিলে দলীয় নেতাকর্মীর পাশাপাশি হিন্দু-মুসলিম নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ অংশগ্রহণকারীরা এটিকে ডা. শহিদুল আলমের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন।

লাখো মানুষের অংশগ্রহণের ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন-এর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে ডা. শহিদুল আলমকে প্রার্থী করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রার্থী পরিবর্তন না করলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে। এর আগে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীর নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

এএস/

ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় সাতক্ষীরায় লাখো জনতার বিক্ষোভ: সড়ক অবরোধ

আপডেট সময় ০৮:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় লাখো জনতার ঢল নামে এবং বিক্ষোভ সমাবেশ, হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয় এবং সন্ধ্যা পর্যন্ত উপজেলাজুড়ে বিক্ষোভ চলে। স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে এই মিছিলে দলীয় নেতাকর্মীর পাশাপাশি হিন্দু-মুসলিম নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ অংশগ্রহণকারীরা এটিকে ডা. শহিদুল আলমের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন।

লাখো মানুষের অংশগ্রহণের ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন-এর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে ডা. শহিদুল আলমকে প্রার্থী করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রার্থী পরিবর্তন না করলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে। এর আগে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীর নাম ঘোষণার পরপরই ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

এএস/