রংপুরের গঙ্গাচড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। পুরাতন ডিলারদের দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট সম্প্রতি নতুন নিয়োগপ্রাপ্তদের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিতাদেশ জারি করেছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রিটকারীরা এই স্থগিতাদেশের অনুলিপি উপজেলা নিয়োগ কমিটির সভাপতি (ইউএনও)-কে দিয়েছেন।
পুরাতনদের রিট ও হাইকোর্টের আদেশ:
উপজেলার ৯টি ইউনিয়নে ৩৩ জন ডিলার নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর পুরাতন ডিলাররা হাইকোর্টে একটি রিট পিটিশন (রিট নং: ১৬২০৭/২০২৪) দায়ের করেন। রিট আবেদনের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট এই স্থগিতাদেশ জারি করেন।
আদালতের সর্বশেষ আদেশে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত থাকবে এবং এই সময়ের জন্য পুরাতন ডিলারদের মাধ্যমেই খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম পরিচালনা করতে হবে। পুরাতন ডিলাররা পূর্বের রিট পিটিশনের আওতাভুক্ত হয়ে মূল বাদী হিসেবে এই আদেশ পান।
কর্তৃপক্ষের বক্তব্য: ‘সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে’ হাইকোর্টের স্থগিতাদেশের অনুলিপি হাতে পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মাহমুদ হাসান মৃধা বলেন:
মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ পেয়েছি। সিদ্ধান্ত গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
তবে, উপজেলা খাদ্য অফিসার উম্মে কূলছুমা খাতুন জানান, ডিলার নিয়োগের মামলা খারিজ হওয়ার পরই তারা নিয়োগ দিয়েছিলেন। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে তাদের হাতে পৌঁছায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সাথে কথা হলে তিনি জানান, ইতিপূর্বে কোর্টের কোনো নির্দেশনা না পাওয়ায় কার্যক্রম চালু ছিল। কোর্ট নির্দেশনা দিলে তিনিও সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুরোনো ডিলাররা জানান, আদালতের আদেশের বিষয়টি মৌখিকভাবে খাদ্য কর্মকর্তাকে অবগত করা হলেও তিনি তা গ্রহণ করেননি।
এএস/

সিঙ্গাপুর ম্যাচের বাংলাদেশ দলে নেই রাকিব-তপু
মাহমাহফুজার রহমান, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 























