ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারা আলমের অভিযোগ উড়িয়ে দিয়ে বিসিবির বিবৃতি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সম্প্রতি এক জাতীয় দৈনিকে দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের ড্রেসিংরুমের গ্রুপিং এবং শক্তি, ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সাবেক টাইগ্রেস পেসার জাহানারা আলম। বিষয়টি ইতোমধ্যে দেশের ক্রিকেট অঙ্গনে বেশ তোলপাড় ফেলেছে।

তবে জাহানারার সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এসব মনগড়া এবং অসত্য অভিযোগ দেশের ক্রিকেট অঙ্গনের জন্য দুর্ভাগ্যজনক।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি আরও জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের করা মন্তব্যের বিষয়ে অবগত হয়েছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বিসিবি এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর ও কুৎসামূলক বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

বিসিবি আরও জানায়, ‘বোর্ড বিশ্বাস করে, এমন সময়ে এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত, কুপ্রবণতামূলক এবং দলের মনোবল ও ঐকতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। বিষয়টি অত্যন্ত হতাশাজনক যে এমন একজন ব্যক্তি, যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনোভাবে সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিক নন, তিনি জনসমক্ষে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পথ বেছে নিয়েছেন।’

শেষে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, বাংলাদেশ নারী দলের নেতৃত্ব, ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। বোর্ড কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি এবং দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি অটল সমর্থন জানাচ্ছে।’

জেএএ

জাহানারা আলমের অভিযোগ উড়িয়ে দিয়ে বিসিবির বিবৃতি

আপডেট সময় ০৯:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সম্প্রতি এক জাতীয় দৈনিকে দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের ড্রেসিংরুমের গ্রুপিং এবং শক্তি, ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সাবেক টাইগ্রেস পেসার জাহানারা আলম। বিষয়টি ইতোমধ্যে দেশের ক্রিকেট অঙ্গনে বেশ তোলপাড় ফেলেছে।

তবে জাহানারার সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এসব মনগড়া এবং অসত্য অভিযোগ দেশের ক্রিকেট অঙ্গনের জন্য দুর্ভাগ্যজনক।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি আরও জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের করা মন্তব্যের বিষয়ে অবগত হয়েছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বিসিবি এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর ও কুৎসামূলক বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।’

বিসিবি আরও জানায়, ‘বোর্ড বিশ্বাস করে, এমন সময়ে এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত, কুপ্রবণতামূলক এবং দলের মনোবল ও ঐকতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। বিষয়টি অত্যন্ত হতাশাজনক যে এমন একজন ব্যক্তি, যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনোভাবে সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিক নন, তিনি জনসমক্ষে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পথ বেছে নিয়েছেন।’

শেষে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, বাংলাদেশ নারী দলের নেতৃত্ব, ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। বোর্ড কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি এবং দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি অটল সমর্থন জানাচ্ছে।’

জেএএ