ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদমাধ্যমে আপনাদের নতুনভাবে আগমন সার্থক হোক - পরিচালক, পিআইবি

দৈনিক ডেসটিনির সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় কর্মদিবস আজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই। সংবাদমাধ্যমে  আপনাদের নতুনভাবে আগমন ঘটেছে। আপনারা  সততা, মেধা ও শ্রম দিয়ে এই পেশাকে আরো সম্মানজনক জায়গায় নিয়ে যাবেন এই প্রত্যাশা করি।

গতকাল শুক্রবার ( ২১ জুলাই) পিআইবি’র পরিচালনায়  দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ এর প্রথম কর্মদিবস অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় রেজিস্ট্রেশনের পর সাড়ে নয়টায় প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে পিআইবির পরিচালক এসব কথা বলেন। পিআইবির সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

আজ শনিবার (২২ জুলাই) দ্বিতীয় কর্মদিবসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজও সকাল দশটায় শুরু হয়ে প্রশিক্ষণ শেষ হবে বিকাল সাড়ে চারটায়। আগামী ২৩ জুলাই রবিবার দুপুর দুইটায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে।

পিআইবির মহাপরিচালক এর সভাপতিত্বে  প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে । দৈনিক ডেসটিনি পত্রিকার সহযোগিতায় পিআইবি এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এদিকে গতকাল প্রথম কর্মদিবসের প্রথম সেশনে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও দৈনিক ডেসটিনির পক্ষে পত্রিকাটির প্রধান সমন্বয়কারী ও ব্যবস্থাপনা সম্পাদক মো: আবুল হাছান।

প্রথম সেশনে প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী সংবাদ পত্রের ধারনা, বৈশিষ্ট্য, উপাদান, ধরন ও উপকরন নিয়ে আলোচনা করেন। 

প্রথম সেশনের পরে চা বিরতি দিয়ে সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় সেশনে আলোচনা করেন পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ।

তিনি তার আলোচনায় সংবাদ সংগ্রহের কৌশল, সুত্র-উৎস, সোর্সদের সাথে সম্পর্ক, বিভিন্ন ধরনের রিপোর্ট ও রিপোর্ট লেখার কলা-কৌশল নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। 

জুম্মার নামাজ ও দুপুরের লাঞ্চের বিরতির পর দিনের শেষ সেশনে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান । তার আলোচনার বিষয় ছিল সংবাদ সুচনা ( ত্বাত্তিক), বিশ্লেষণ ও মতামত প্রদান, সংবাদ সুচনা (ব্যবহারিক), মুল বক্তব্য ও হাতে কলমে লেখা। তিনি তার আলোচনার পরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের সংবাদ লেখার সময় কিভাবে লিড বা শিরোনাম লিখতে হয় তার প্র্যাক্টিস করান। 

তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ, পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মানিক, বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

দৈনিক ডেসটিনির সাংবাদিক প্রশিক্ষণার্থীরা হলেন–এ এইচ এম রফিকুল ইসলাম ভুঁইয়া, নাসিমা আক্তার, মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ, হেলাল খান টুটুল,মো: বদরুল আমিন, মো: উজ্বল মিয়া, মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান, মো: শাকিল হোসেন, নির্মল চন্দ্র ঘোষ, মো: ফরহাদ হোসেন, ডাঃ মো: সোহরাব হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: আখলাকুর রহমান, মো: সামসুদ্দিন আহমেদ, মো: আলহাজ আহমেদ, মো: হারুন অর রশীদ, মুকতার উজ্জামান, মো: জুবায়ের আহমেদ, মো: আইনাল হক, মো: আসাদুল ইসলাম, মো: মাসুম হাওলাদার, মো: সাইফুল ইসলাম ও মির্জা সাহেদুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যমে আপনাদের নতুনভাবে আগমন সার্থক হোক - পরিচালক, পিআইবি

দৈনিক ডেসটিনির সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় কর্মদিবস আজ

আপডেট সময় ০২:১৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই। সংবাদমাধ্যমে  আপনাদের নতুনভাবে আগমন ঘটেছে। আপনারা  সততা, মেধা ও শ্রম দিয়ে এই পেশাকে আরো সম্মানজনক জায়গায় নিয়ে যাবেন এই প্রত্যাশা করি।

গতকাল শুক্রবার ( ২১ জুলাই) পিআইবি’র পরিচালনায়  দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ এর প্রথম কর্মদিবস অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় রেজিস্ট্রেশনের পর সাড়ে নয়টায় প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে পিআইবির পরিচালক এসব কথা বলেন। পিআইবির সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

আজ শনিবার (২২ জুলাই) দ্বিতীয় কর্মদিবসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজও সকাল দশটায় শুরু হয়ে প্রশিক্ষণ শেষ হবে বিকাল সাড়ে চারটায়। আগামী ২৩ জুলাই রবিবার দুপুর দুইটায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে।

পিআইবির মহাপরিচালক এর সভাপতিত্বে  প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে । দৈনিক ডেসটিনি পত্রিকার সহযোগিতায় পিআইবি এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এদিকে গতকাল প্রথম কর্মদিবসের প্রথম সেশনে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও দৈনিক ডেসটিনির পক্ষে পত্রিকাটির প্রধান সমন্বয়কারী ও ব্যবস্থাপনা সম্পাদক মো: আবুল হাছান।

প্রথম সেশনে প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী সংবাদ পত্রের ধারনা, বৈশিষ্ট্য, উপাদান, ধরন ও উপকরন নিয়ে আলোচনা করেন। 

প্রথম সেশনের পরে চা বিরতি দিয়ে সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় সেশনে আলোচনা করেন পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ।

তিনি তার আলোচনায় সংবাদ সংগ্রহের কৌশল, সুত্র-উৎস, সোর্সদের সাথে সম্পর্ক, বিভিন্ন ধরনের রিপোর্ট ও রিপোর্ট লেখার কলা-কৌশল নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। 

জুম্মার নামাজ ও দুপুরের লাঞ্চের বিরতির পর দিনের শেষ সেশনে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান । তার আলোচনার বিষয় ছিল সংবাদ সুচনা ( ত্বাত্তিক), বিশ্লেষণ ও মতামত প্রদান, সংবাদ সুচনা (ব্যবহারিক), মুল বক্তব্য ও হাতে কলমে লেখা। তিনি তার আলোচনার পরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের সংবাদ লেখার সময় কিভাবে লিড বা শিরোনাম লিখতে হয় তার প্র্যাক্টিস করান। 

তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ, পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মানিক, বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো: আসাদুজ্জামান ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

দৈনিক ডেসটিনির সাংবাদিক প্রশিক্ষণার্থীরা হলেন–এ এইচ এম রফিকুল ইসলাম ভুঁইয়া, নাসিমা আক্তার, মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ, হেলাল খান টুটুল,মো: বদরুল আমিন, মো: উজ্বল মিয়া, মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান, মো: শাকিল হোসেন, নির্মল চন্দ্র ঘোষ, মো: ফরহাদ হোসেন, ডাঃ মো: সোহরাব হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: আখলাকুর রহমান, মো: সামসুদ্দিন আহমেদ, মো: আলহাজ আহমেদ, মো: হারুন অর রশীদ, মুকতার উজ্জামান, মো: জুবায়ের আহমেদ, মো: আইনাল হক, মো: আসাদুল ইসলাম, মো: মাসুম হাওলাদার, মো: সাইফুল ইসলাম ও মির্জা সাহেদুল ইসলাম।