ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এর মামলার শুনানীতে কোম্পানি পক্ষের আইনজীবি এহসানুল হক সমাজী বলেন,মাননীয় আদালাত আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উচ্চ আদালতের আদেশের দিকে থাকিয়ে একটু সদয় হলে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মামলার ন্যায় এই মামলাটি ও দ্রুত নিস্পত্তি করা সম্ভব।
আজ রবিবার (৩০ জুলাই ) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন ডেসটিনি ট্রি প্ল্যানটেশন মামলার শুনানী শেষে আগামী ৮আগস্ট পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
এদিকে প্রতিবারের ন্যায় আজও শুনানীর সময় মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গন ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডেরে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল। সকল বিনিয়োগকারীদের একটিই প্রত্যাশা দ্রুত পূর্বের মামলার ন্যায় এই মামলাটিও দ্রুত নিস্পত্তি।
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এর মামলার শুনানীতে কোম্পানি পক্ষের আইনজীবি এহসানুল হক সমাজী বলেন,মাননীয় আদালাত আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উচ্চ আদালতের আদেশের দিকে থাকিয়ে একটু সদয় হলে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর মামলার ন্যায় এই মামলাটি ও দ্রুত নিস্পত্তি করা সম্ভব।
তখন বিচারক বলেন দুর্নীতি দমন কমিশনের পিপি ( পাবলিক প্রসিকিউটর ) মাহমুদ হোসেন জাহাঙ্গীর পবিত্র হজ্ব পালন করার জন্য ছুটি নিয়ে মক্কায় অবস্থান করছেন। তিনি এখনো দেশে আসে নাই। আগামী ৮ই আগস্ট এর মধ্যে তিনি দেশে চলে আসবেন এবং আদালতে উপস্থিত হবেন। পরে আদালত পরবর্তী ৮ তারিখে শুনানীর হবে এই মর্মে আশ্বস্ত করেন।
আজ শুনানীতে আদালতে উপস্থিত ছিলেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন,ডেসটিনি-২০০০ লিমিটেড এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন,পরিচালক ফারাহ দিবা।