কারিগরি কাজের জন্য আগামী শনি (১৪ অক্টোবর) ও রোববার (১৫ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগের দিন শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় এ বৈদ্যুতিক যান টানা তিন দিন যাত্রী পরিবহন বন্ধ রাখবে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের ‘সিস্টেম ইন্টিগ্রেশন’ করার জন্য আগামী শনি ও রোববার উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।
দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২৯ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যানজটের এই নগরে বাসে বা ব্যক্তিগত গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। মেট্রোরেলের মতিঝিল অংশ চালুর পর পর সেই দূরত্ব মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেওয়া যাবে।
এ অংশ চালুর জন্য এর আগে এক নাগাড়ে তিন দিন মেট্রোরেল বন্ধ রাখতে হওয়ায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে ডিএমটিসিএল বলেছে, ১৬ অক্টোবর সকাল থেকে আগের সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।