ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে পৌঁছে আহতদের উদ্ধার করি। তাদেরকে ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে পৌঁছে আহতদের উদ্ধার করি। তাদেরকে ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।