মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য কোটগাঁও এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ফিরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার কাজী কমরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফিরোজ ওই এলাকার আফছু মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ফিরোজ মাদকাসক্ত বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া অতিরিক্ত মাদক সেবনের কারণে এমন ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়ির নিকটবর্তী পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পকেট থেকে ঘুমের ওষুধ পাওয়া গেছে। তিনি বিভিন্ন সময় মাদক সেবন করতেন বলেও জানতে পেরেছি। মাদক সেবনের পর পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কোনও ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।