বিশ্ব যোগ দিবস- উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোর ৬ ঘটিকায় সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
স্বামী বিবেকানন্দ যোগশিক্ষালয় মৌলভীবাজার এর সাফল্যের পনের বছর পূর্তি ও দশম বিশ্ব যোগ দিবস উৎসবে অনেকেই অংশগ্রহন করেন, দুইদিনব্যাপী এই আয়োজক যোগশিক্ষালয় মৌলভীবাজার।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষনজিত চৌধুরী মিলন তিনি যোগশিক্ষালয়ের সফল একজন প্রশিক্ষক। এবারের শ্লোগান ছিল সুস্থ্য থাকুন ভালো থাকুন মন প্রাণ দিয়ে বেশি বেশি ব্যায়াম করুন।