মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা জামাতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টায় বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ ও আশপাশের গ্রামে বন্যাদুর্গতদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে কমলগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া, নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতাউর রহমান খান, মুন্সিবাজার ইউপি জামাত সভাপতি জোনায়েদ আহমদ, রহিমপুর ইউপি জামাত সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।