শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হচ্ছে।
আজ সোমবার (১৫ জুলাই ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়।
এই ভবনটির নিচে অনেক ভাসমান ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশংকায় বিধি মোতাবেক জরাজীর্ণ এ ভবনটি ভেঙ্গে অপসারণ করা হচ্ছে।
এই অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, চয়ন রায়, আলকাছ মিয়া, হানিফ চৌধুরী, আব্দুল জব্বার আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার ফয়ছল আহমেদ ও মো. কুতুব উদ্দিন।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযানে সহযোগিতা করেন।