রাজধানীর গাবতলী-সদরঘাট বেড়িবাঁধের ওপর আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব ইউনিভার্সিটিসহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
আজ বুধবার গাবতলী-সদরঘাট বেড়িবাঁধের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান করছে। কোন শিক্ষার্থীকে সামনে পেলেই তারা হামলা করছে।
ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থী শিবলী সাদিক জানান, আমরা দুপুরের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে বেড়িবাঁধের ওপর অবস্থান করছিলাম। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।