হামার আবু সাঈদের নগরী, রংপুর। রংপুর জায়গাটা অনেকের কাছে চেনা থাকলেও এর নান্দনিক সৌন্দর্যটা অনেকের কাছে অচেনা যেমন – রংপুরের বোতলা মোড়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে এক বৃদ্ধ দাদী তার নাতিদের পড়াচ্ছেন।
এতে কি অসাধারণ নান্দনিকতা! এক চিলতে স্বপ্ন নিয়ে বাঁচা মরার লড়াই করে জীবন যাপন করেন রংপুর বিভাগের অগণিত মানুষ।
চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগেও রংপুর পায়নি শিল্পায়নের ছোঁয়া। আবু সাঈদরা প্রাণ দেয়, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। অথচ তাদের রংপুর যুগে যুগে অবহেলায় থেকে যায়। বাংলাদেশের মানচিত্রের সর্বত্রই বৈষম্য বিলোপ হোক, শান্তিতে বেঁচে থাকুক এই দেশের লোক।