ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় সবজির বাজার চড়া, কিছুটা কমেছে ইলিশের দাম

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে সরবারহ চেইনে বিঘ্ন ঘটায় নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সেই প্রভাব এখনো বাজারে। আন্দোলনের কয়েকদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও সম্প্রতি বৃষ্টি-বন্যায় ফের চড়া সবজির বাজার। ফলে দুশ্চিন্তা কাটছেই না ক্রেতাদের।

আজ শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর খুচরা বাজারে ঘুরে দেখা গেছে, কয়েকদিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে দেখা গেছে, মানভেদে বেগুনের কেজি বিক্রি হয়েছে ৭০-৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-১৯০, করলা ৬০-৭০, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, পটোল, ধুন্দল, পেঁপে ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া পাকা টমেটো প্রকারভেদে ১৪০ থেকে ১৫০, গাজর ১২০-১৪০, লেবুর হালি ১০-২০, ধনেপাতার কেজি ৬০, কলার হালি ৪০, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের কেজি ১১০-১২০, রসুন ২০০ ও আলু জাতভেদে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) বিক্রি হয় ৫২ থেকে ৫৪ টাকায়। মাঝারি মানের (বিআর-২৮ ও পাইজাম) চাল প্রতি কেজি বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা এবং সরু বা মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা দরে।

ডিমের ডজন ১৬০-১৭০ টাকা থেকে কমে সম্প্রতি ১৪৫-৫০ টাকা হয়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে।

ব্রয়লার প্রতি কেজি বিক্রি হয় ১৬০ থেকে ১৭০ টাকায়। তবে সোনালি জাতের মুরগির দাম আগের তুলনায় কিছুটা কমে কেজিতে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। দুই সপ্তাহ আগে এর কেজি ছিল ২৬০ থেকে ২৮০ টাকা।

অপরদিকে, ইলিশের ভরা মৌসুম এখন। ফলে দামও কিছুটা কমেছে। এক-দেড় কেজির ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে। তবে ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দরে।

মধুখালীতে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা 

বন্যায় সবজির বাজার চড়া, কিছুটা কমেছে ইলিশের দাম

আপডেট সময় ০৪:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে সরবারহ চেইনে বিঘ্ন ঘটায় নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সেই প্রভাব এখনো বাজারে। আন্দোলনের কয়েকদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও সম্প্রতি বৃষ্টি-বন্যায় ফের চড়া সবজির বাজার। ফলে দুশ্চিন্তা কাটছেই না ক্রেতাদের।

আজ শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর খুচরা বাজারে ঘুরে দেখা গেছে, কয়েকদিনের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে দেখা গেছে, মানভেদে বেগুনের কেজি বিক্রি হয়েছে ৭০-৯০ টাকা, কাঁচা মরিচ ১৬০-১৯০, করলা ৬০-৭০, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, পটোল, ধুন্দল, পেঁপে ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া পাকা টমেটো প্রকারভেদে ১৪০ থেকে ১৫০, গাজর ১২০-১৪০, লেবুর হালি ১০-২০, ধনেপাতার কেজি ৬০, কলার হালি ৪০, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের কেজি ১১০-১২০, রসুন ২০০ ও আলু জাতভেদে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) বিক্রি হয় ৫২ থেকে ৫৪ টাকায়। মাঝারি মানের (বিআর-২৮ ও পাইজাম) চাল প্রতি কেজি বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা এবং সরু বা মিনিকেট চাল ৭০ থেকে ৮০ টাকা দরে।

ডিমের ডজন ১৬০-১৭০ টাকা থেকে কমে সম্প্রতি ১৪৫-৫০ টাকা হয়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে।

ব্রয়লার প্রতি কেজি বিক্রি হয় ১৬০ থেকে ১৭০ টাকায়। তবে সোনালি জাতের মুরগির দাম আগের তুলনায় কিছুটা কমে কেজিতে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। দুই সপ্তাহ আগে এর কেজি ছিল ২৬০ থেকে ২৮০ টাকা।

অপরদিকে, ইলিশের ভরা মৌসুম এখন। ফলে দামও কিছুটা কমেছে। এক-দেড় কেজির ইলিশ ১২০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে। তবে ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দরে।