আধুনিক জীবনযাত্রায় বয়স চল্লিশের কোঠায় যেতে না যেতেই পাক ধরছে চুলে। কারওর আবার বংশগত কারণে সাদা হয়ে যাচ্ছে চুল। তবে কারণ যাই হোক না কেন, চুলে পাক ধরলে মন খারাপ হয় বই কী! তাই তো পাকা চুল উঁকি মারতেই পার্লারে চুল রং করতে যান অনেকেই। কিন্তু হেয়ার কালার, হেনা যাই করুন না কেন তা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার চুলকে কালো রাখে। তারপর ফের উঁকি দেয় ধূসরতা। যে কারণে কয়েক মাস অন্তর অন্তর চুলে রং করতেই হয়। এতে যেমন খরচও হয় অনেক, তেমনই রাসায়নিক পদার্থ যুক্ত রং ব্যবহারের কারণে চুলের স্বাস্থ্যও নষ্ট হয়। তবে এমন একটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন যাতে ১০০ বছরেও আপনার চুল পাকবে না! শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমন ম্যাজিক ঘটতে পারে।
বিশদে জেনে নিন সেই ম্যাজিক টোটকার বিষয়ে-
উপকরণ
এক কাপ সরষের তেল
১ চামচ মেথি গুঁড়ো
১ চামচ আমলকির গুঁড়ো
২ চামচ মেহেন্দি গুঁড়ো
পদ্ধতি
একটি কড়াইতে সরষের তেল, মেথি গুঁড়ো, আমলকির গুঁড়ো, মেহেন্দি গুঁড়ো নিয়ে ১০ মিনিট ধরে জাল দিন। এবার সারা রাত ঢেকে রেখে দিন। সকালে ওই মিশ্রণ চুলে লাগিয়ে দু’ঘণ্টা রেখে দিতে হবে। এরপর ভাল করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই পাকা চুল কালো হয়ে যাবে। এমনকী চুল পড়ার সমস্যাও কমে যাবে।
আসলে এই প্যাকটি চুলের জন্য খুবই স্বাস্থকর। চুলের স্বাস্থ্যের জন্য আমলকি খুবই উপকারী। বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অজস্র ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। ফলে চুল বাড়েও তাড়াতাড়ি। এছাড়াও মেথি ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড, স্যাপোনিন্স এবং ফ্ল্যাভনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। মেথি পাকা চুল সাদা করা ছাড়াও চুল পড়া আটকাতে এবং খুসকি কম করতেও সাহায্য করে।