ব্যস্ততার যুগে আলাদা করে রূপচর্চার সময় বের করা মুশকিল। এদিকে ঘর এবং বাইরে— একই সঙ্গে দু’দিক সামলাতে গিয়ে ক্রমশ খারাপ হচ্ছে ত্বক-চুলের হাল। যার অন্যতম কারণ রূপচর্চার জন্য সময়ের অভাব। ফুরসত নেই শরীরের যত্ন নেওয়ার। আর সেখানে ত্বকের দেখাশোনা যে প্রাধান্য পাবে না তা বলাই বাহুল্য!
রূপচর্চা মানেই যে সময়সাপেক্ষ তা কিন্তু নয়। আবার অনেকের ধারণা, নামীদামি প্রোডাক্ট ছাড়া রূপচর্চা সম্ভব নয়। আদপে এমনটা নয়। হাতের কাছে সামান্য উপকরণ দিয়েও খুব কম সময়ে রূপচর্যা করতে পারেন। তার মধ্যেই একটি হল নারকেল তেল। অতি পরিচিত এই তেল বিভিন্নভাবে রূপচর্যায় ব্যবহার করতে পারেন।
নারকেল তেল ডার্ক সার্কেল দূর করে। চোখের নিচের কালি দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল ভালভাবে মিশিয়ে চোখের উপরে নিচে লাগান। রোজ ২ মিনিট ম্যাসাজ করে চমক দেখুন।
নারকেল তেল ঠোঁটের কালচে দাগ সরিয়ে প্রাকৃতিভাবে গোলাপী আভা নিয়ে আসে। যার জন্য নারকেল তেলের সঙ্গে নারকেল তেলের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিন। এবার মিশ্রণটি নিয়মিত ঠোঁটে ভালভাবে ঘষলেই ঠোঁটের স্বাভাবিক রং যেমন ফিরে আসবে, তেমনই নরম ও কোমল থাকবে ঠোঁট।
বহু যুগ ধরে নারকেল তেল চুলের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে। আর এই নারকেল তেলের সঙ্গে কারি পাতার গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ধীরে ধীরে চুলের গোঁড়া থেকে আগায় দিয়ে ম্যাসাজ করতে থাকুন। এরপর এক ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। এতে চুল পড়া অনেকটাই কমে যাবে।
গলায় ঘাড়ের কালো দাগ দূর করতেও সাহায্য করে নারকেল তেল। যার জন্য নারকেল তেলের সঙ্গে লেবু মিশিয়ে গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালভাবে ম্যাসাজ করুন। রোজ এইভাবে ম্যাসাজ করলেই উপকার পাবেন।
শুধু ত্বক কিংবা চুল নয়, দাঁত উজ্জ্বল করতেও নারকেল তেল খুব ভাল কাজ দেয়। নারকেল তেলের সঙ্গে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণটি ব্রাশে করে মেজে দেখুন। কয়েকদিনের মধ্যে দাঁত আরও উজ্জ্বল হয়ে উঠবে।