২৬ রানে ৬ উইকেট হারানোর পর জয়ের স্বপ্ন দেখা দুঃসাধ্য। লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা এমন স্বপ্ন দেখতে পেরেছিলেন কিনা নিশ্চিত নয়, তবে তারা সে স্বপ্নপূরণের দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন। নতুন আশার সঞ্চার করেছেন। সপ্তম উইকেটে তাদের রেকর্ড ১৬৫ রানের জুটিতে জয়ের ভিত পাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর এই জয়ের ১৩৭ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছে দল।
কোনো টেস্টের প্রথম ইনিংসে এত অল্প রানে ৬ উইকেট খোয়ানোর পরও কোনো দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই ১৮৮৭ সালে। যার মানে দাঁড়ায়, ১৩৭ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ।
১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ১৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। পরে তারা ৪৫ রানেই গুটিয়ে যায়। তারপরও অজিদের জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৩ রানে ম্যাচ জিতেছিল সফরকারীরা।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে আটকে দেয় বাংলাদেশ। কিন্তু নাগালের মধ্যে পাকিস্তানকে থামিয়ে দেওয়ার সুফল বুঝে নিতে গিয়ে উল্টো বিপদে পড়ে শান্তর দল। ২৬ রানের মধ্যে ৬ ব্যাটার সাজঘরের পথ ধরলে আভাস মেলে মহাবিপর্যয়ের।
তবে সপ্তম উইকেটে লিটন-মিরাজের সেই ইতিহাসগড়া জুটিতে কক্ষপথে থাকে বাংলাদেশ। সে ইনিংসে সেঞ্চুরির পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। আর সিরিজজুড়ে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে মিরাজ হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ।