ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নির্জন দ্বীপে অনন্যার সঙ্গে রণবীর

দীপিকার স্বামীকে নিয়ে কী করতে চান অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

চারিদিকে চুপচাপ, নিস্তব্ধতা। সমুদ্রের মাঝে নির্জন দ্বীপে রয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রোমান্টিক পরিবেশে তাঁর সঙ্গী রণবীর সিং। না, কোনও ছবির গল্প নয়। এমনটাই যে বাস্তবে চান চাঙ্কি পাণ্ডের মেয়ে।

বিষয়টা একটু খোলসা করে বলা যাক। বলিউডের নয়া প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বয়সে তিনি বেশ অনেকটাই নবীন, তবু যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত জানাতে পিছপা হন না অনন্যা পাণ্ডে। সে ইন্ডাস্ট্রির কোনও বিষয়েই হোক অথবা নিজের অভিনীত ছবির চিত্রনাট্য। সম্প্রতি যেমন রণবীরকে নিয়ে একটি মন্তব্যে ফের শিরোনামে উঠে এসেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর অভিনেত্রী।

বর্তমানে জোরকদমে ‘কল মি বে’-এর প্রচার চালাচ্ছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রচারের মাঝে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে তাঁর ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সঞ্চালক জিজ্ঞেস করেছিলেন, নির্জন দ্বীপে অনন্যা কোন অভিনেতার সঙ্গে থাকতে চান? এক নিমেষের মধ্যে অভিনেত্রী উত্তর দেন, রণবীর সিং।

কেনই বা দীপিকা পাড়ুকোনের স্বামীর সঙ্গে একাকী দ্বীপে থাকতে চান অনন্যা? সেই কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “রণবীর আমাকে নাচ অথবা অন্য কোনওভাবে মনোরঞ্জন করবেন। আমি কোনও মতেই বিরক্ত হতে চাই না।”

এখনও পর্যন্ত অনন্যা ও রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। রণবীরের ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ ছবির প্রথম দিকে একটি গানে অনন্যাকে দেখতে পেয়েছিল দর্শকেরা। তবে রণবীরকে নিয়ে অভিনেত্রীর মনবাসনা শোনার পর তাঁদের জুটির রসায়ন যে মন্দ হবে না, তা বলাই বাহুল্য!

নিজেকে অভিনেত্রী হিসাবে কত নম্বর দেবেন সেই জবাবও দিয়েছেন অনন্যা। তিনি অকপট বলেন, “আমি কীভাবে নিজেকে নম্বর দেব?” যদিও ‘কল মি বে’তে দুই সহঅভিনেত্রী নিহারিকা দত্ত এবং মুসকান দত্ত তাঁকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন। খুব শীঘ্রই আসছে অনন্যার নয়া শো ‘কল মি বে’।

নির্জন দ্বীপে অনন্যার সঙ্গে রণবীর

দীপিকার স্বামীকে নিয়ে কী করতে চান অভিনেত্রী

আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

চারিদিকে চুপচাপ, নিস্তব্ধতা। সমুদ্রের মাঝে নির্জন দ্বীপে রয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রোমান্টিক পরিবেশে তাঁর সঙ্গী রণবীর সিং। না, কোনও ছবির গল্প নয়। এমনটাই যে বাস্তবে চান চাঙ্কি পাণ্ডের মেয়ে।

বিষয়টা একটু খোলসা করে বলা যাক। বলিউডের নয়া প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বয়সে তিনি বেশ অনেকটাই নবীন, তবু যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত জানাতে পিছপা হন না অনন্যা পাণ্ডে। সে ইন্ডাস্ট্রির কোনও বিষয়েই হোক অথবা নিজের অভিনীত ছবির চিত্রনাট্য। সম্প্রতি যেমন রণবীরকে নিয়ে একটি মন্তব্যে ফের শিরোনামে উঠে এসেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর অভিনেত্রী।

বর্তমানে জোরকদমে ‘কল মি বে’-এর প্রচার চালাচ্ছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রচারের মাঝে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে তাঁর ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সঞ্চালক জিজ্ঞেস করেছিলেন, নির্জন দ্বীপে অনন্যা কোন অভিনেতার সঙ্গে থাকতে চান? এক নিমেষের মধ্যে অভিনেত্রী উত্তর দেন, রণবীর সিং।

কেনই বা দীপিকা পাড়ুকোনের স্বামীর সঙ্গে একাকী দ্বীপে থাকতে চান অনন্যা? সেই কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “রণবীর আমাকে নাচ অথবা অন্য কোনওভাবে মনোরঞ্জন করবেন। আমি কোনও মতেই বিরক্ত হতে চাই না।”

এখনও পর্যন্ত অনন্যা ও রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। রণবীরের ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ ছবির প্রথম দিকে একটি গানে অনন্যাকে দেখতে পেয়েছিল দর্শকেরা। তবে রণবীরকে নিয়ে অভিনেত্রীর মনবাসনা শোনার পর তাঁদের জুটির রসায়ন যে মন্দ হবে না, তা বলাই বাহুল্য!

নিজেকে অভিনেত্রী হিসাবে কত নম্বর দেবেন সেই জবাবও দিয়েছেন অনন্যা। তিনি অকপট বলেন, “আমি কীভাবে নিজেকে নম্বর দেব?” যদিও ‘কল মি বে’তে দুই সহঅভিনেত্রী নিহারিকা দত্ত এবং মুসকান দত্ত তাঁকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন। খুব শীঘ্রই আসছে অনন্যার নয়া শো ‘কল মি বে’।