ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
রাগে ফুঁসে উঠে এ কী বললেন কঙ্গনা

‘বয়সে ছোট মেয়েদের পিছনে ধাওয়া করে, একপ্রকার ধর্ষক রণবীর’, 

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

অন্যের খুঁত ধরতে তিনি সিদ্ধহস্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিপাড়ায় তিনি পরিচিত ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে। মাঝেমধ্যেই তাঁর করা মন্তব্য উঠে আসে শিরোনামে। সেই কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকারও হন অভিনেত্রী। কিন্তু তারপরেও তাঁকে দমিয়ে রাখা যায়না।

মাঝেমধ্যেই কঙ্গনার টার্গেট হন রণবীর কাপুর। এইবার তার অন্যথা হল না। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি উঠে এসেছে অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার। সেখানে রণবীরকে কটাক্ষ করে কঙ্গনা বললেন, “রণবীর কী স্বামী বিবেকানন্দ? যে সব মেয়েকেই বোনের চোখে দেখবে? ও মেয়ে দেখলেই ধাওয়া করে। লাগাতার বয়সে ছোট মেয়েদের দিকে ছোটে। ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে সব মেয়েদের পেছনে ছুটছে। ও একজন সিরিয়াল ‘স্কার্ট চেজার’। কিন্তু কেউ কি ওকে প্রকাশ্যে ধর্ষক বলেছে? কারণ এইসব তকমা ক্ষমতাশালীদের জোটে না।”

কিছুদিন আগেই কঙ্গনা বলেছিলেন, রণবীর নাকি তাঁর কাছে ‘সঞ্জু’তে অভিনয় করার প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাঁকে ‘না’ করে দেন। কঙ্গনার কথায়, “রণবীর নিজে একদিন আমার বাড়িতে আসে। ‘সঞ্জু’তে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়। বারবার অনুরোধ করে অভিনয়ের জন্য। তখন আমি তাঁকে জানাই যে, আইটেম গানে নাচার জন্য অভিনয় করব না। দেরি না করে সরাসরি ওই প্রস্তাবে না করে দিই।”

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র মুক্তি ফেরত পিছিয়ে গিয়েছে। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, কিছুতেই সেন্সর বোর্ড এই ছবির শংসাপত্র দিচ্ছে না তাঁকে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। তার মধ্যে শংসাপত্র পাওয়া না গেলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অভিনেত্রী।

রাগে ফুঁসে উঠে এ কী বললেন কঙ্গনা

‘বয়সে ছোট মেয়েদের পিছনে ধাওয়া করে, একপ্রকার ধর্ষক রণবীর’, 

আপডেট সময় ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

অন্যের খুঁত ধরতে তিনি সিদ্ধহস্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিপাড়ায় তিনি পরিচিত ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে। মাঝেমধ্যেই তাঁর করা মন্তব্য উঠে আসে শিরোনামে। সেই কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকারও হন অভিনেত্রী। কিন্তু তারপরেও তাঁকে দমিয়ে রাখা যায়না।

মাঝেমধ্যেই কঙ্গনার টার্গেট হন রণবীর কাপুর। এইবার তার অন্যথা হল না। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি উঠে এসেছে অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার। সেখানে রণবীরকে কটাক্ষ করে কঙ্গনা বললেন, “রণবীর কী স্বামী বিবেকানন্দ? যে সব মেয়েকেই বোনের চোখে দেখবে? ও মেয়ে দেখলেই ধাওয়া করে। লাগাতার বয়সে ছোট মেয়েদের দিকে ছোটে। ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে সব মেয়েদের পেছনে ছুটছে। ও একজন সিরিয়াল ‘স্কার্ট চেজার’। কিন্তু কেউ কি ওকে প্রকাশ্যে ধর্ষক বলেছে? কারণ এইসব তকমা ক্ষমতাশালীদের জোটে না।”

কিছুদিন আগেই কঙ্গনা বলেছিলেন, রণবীর নাকি তাঁর কাছে ‘সঞ্জু’তে অভিনয় করার প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাঁকে ‘না’ করে দেন। কঙ্গনার কথায়, “রণবীর নিজে একদিন আমার বাড়িতে আসে। ‘সঞ্জু’তে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়। বারবার অনুরোধ করে অভিনয়ের জন্য। তখন আমি তাঁকে জানাই যে, আইটেম গানে নাচার জন্য অভিনয় করব না। দেরি না করে সরাসরি ওই প্রস্তাবে না করে দিই।”

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র মুক্তি ফেরত পিছিয়ে গিয়েছে। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, কিছুতেই সেন্সর বোর্ড এই ছবির শংসাপত্র দিচ্ছে না তাঁকে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। তার মধ্যে শংসাপত্র পাওয়া না গেলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অভিনেত্রী।