বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।
অন্যদিকে বৈঠকে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া হাইকমিশনের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।