ঢাকা , মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আরও চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি মামুনকে

  • ডেসটিনি প্রতিবেদক
  • আপডেট সময় ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে পৃথক চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সকাল তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। তার ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ আগস্ট রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় সংবাদ

আরও চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি মামুনকে

আপডেট সময় ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে পৃথক চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সকাল তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। তার ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ আগস্ট রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।