দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রোববার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে বড় স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট সমর্থকরা। আর এই স্বপ্নের পেছনে বড় কারণ সবশেষ সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করা।
ক্রিকেটারদের মধ্যেও লক্ষ্য করা গেছে সেই আত্মবিশ্বাস। পাকিস্তান সিরিজে পাওয়া সেই আত্মবিশ্বাসের কথা দেশ ছাড়ার আগে বিমানবন্দরে আরও একবার শোনালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ভারত যে প্রতিপক্ষ হিসেবে অনেক কঠিন সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাই আপাতত ভালো ক্রিকেটের দিকেই মনোযোগ তার দলের।
ভারত সিরিজে সমর্থকদের প্রত্যাশার কথা তুলে ধরে শান্ত বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ…আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।’
এর আগে ১৩ বার টেস্টে ভারতের মুখোমুখি হলেও কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই সিরিজে তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে শান্তদের ওপর। যা মেনে নিয়েছেন তিনিও। ভারত সিরিজ নিয়ে তাই বাড়তি সতর্ক তিনি। বলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।’