ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে সংবর্ধনার খবর উড়িয়ে দিলো উত্তর প্রদেশ ক্রিকেট

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

কানপুর টেস্টের আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসরে যেতে চান তিনি। সে হিসাবে কানপুর টেস্টই হতে যাচ্ছে বিদেশের মাটিতে তার শেষ টেস্ট।

তাই কানপুর টেস্টে সাকিবকে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) বিদায়ী সংবর্ধনা দেবে বলে খবর প্রকাশ করেছে দেশের বেশকিছু সংবাদমাধ্যম। কিন্তু সংবর্ধনার বিষয়ে কিছুই জানেন না ইউপিসিএ’র সচিব অরবিন্দু কুমার শ্রীবাস্তব।

বাংলাদেশ অলউন্ডারকে সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই ইউপিসিএর। ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব জানান, বাংলাদেশের সঙ্গে বিসিসিআইয়ের কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।

সাকিব আল হাসানের অবসরের ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুধু বিসিসিআই থেকে কোনো নির্দেশনা আসলে তারা সর্বোচ্চ একটি স্মারক তুলে দিতে পারে সাকিবের হাতে। সেটা কানপুর টেস্ট শেষে।

অরবিন্দ কুমার আরও জানান, সাধারণত ম্যাচ শেষ হলে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়, আমার মনে হয় এটাই যোগ্য সময়।

জনপ্রিয় সংবাদ

সাকিবকে সংবর্ধনার খবর উড়িয়ে দিলো উত্তর প্রদেশ ক্রিকেট

আপডেট সময় ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কানপুর টেস্টের আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসরে যেতে চান তিনি। সে হিসাবে কানপুর টেস্টই হতে যাচ্ছে বিদেশের মাটিতে তার শেষ টেস্ট।

তাই কানপুর টেস্টে সাকিবকে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) বিদায়ী সংবর্ধনা দেবে বলে খবর প্রকাশ করেছে দেশের বেশকিছু সংবাদমাধ্যম। কিন্তু সংবর্ধনার বিষয়ে কিছুই জানেন না ইউপিসিএ’র সচিব অরবিন্দু কুমার শ্রীবাস্তব।

বাংলাদেশ অলউন্ডারকে সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই ইউপিসিএর। ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব জানান, বাংলাদেশের সঙ্গে বিসিসিআইয়ের কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।

সাকিব আল হাসানের অবসরের ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুধু বিসিসিআই থেকে কোনো নির্দেশনা আসলে তারা সর্বোচ্চ একটি স্মারক তুলে দিতে পারে সাকিবের হাতে। সেটা কানপুর টেস্ট শেষে।

অরবিন্দ কুমার আরও জানান, সাধারণত ম্যাচ শেষ হলে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়, আমার মনে হয় এটাই যোগ্য সময়।