রেডিও পল্লীকন্ঠের আয়োজন তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত।
রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজারে আয়োজনে গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কান্তি পাল, সহকারী শিক্ষক মতিউর রহমান, দুলাল চন্দ্র শর্মা, আব্দুল মজিদ, বিভূপদ দেব, বদরুল হাসান, ঝুম্পা চক্রবর্তী, মানষ কান্তি আচার্য্য, কম্পিউটার অপারেটর বৃষ্টি শর্মী রানী দাস, অফিস সহকারী সাইফুদ্দিন আহমেদ, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কান্তি পাল বলেন, ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। স্কুলের সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি খুব মুগ্ধকর ও প্রাণবন্ত হয়েছে। আশা করি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আবারো আমাদের স্কুলে হবে।